ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | সততার পুরস্কার : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

সততার পুরস্কার

২১. বিদেশি তার কী ফুরিয়ে গেছে বলে ধবল রোগীকে জানালেন?

ক. পুঁজি খ. পণ্য

গ. শক্তি ঘ. ধৈর্য

২২. ফেরেশতা একটি উট চাইলে ধবল রোগী কী বলল?

ক. উট কিনে নাও

খ. উট দেওয়া নিষেধ

গ. উটের অনেক দাম

ঘ. উট তো নেই

২৩. পুনরায় এসে স্বর্গীয় দূত তৃতীয় ইহুদির কাছে কী ফুরিয়ে গেছে বলে জানালেন?

ক. উত্সাহ খ. টাকা

গ. সম্বল ঘ. পুঁজি

২৪. ফেরেশতা কার দোহাই দিয়ে ছাগল চেয়েছিলেন?

ক. আল্লাহর খ. নিজের

গ. রাজার ঘ. খলিফার

২৫. আগের অন্ধ ব্যক্তিটি গরিব থেকে বর্তমানে কী হয়েছে বলে স্বীকার করল?

ক. কৃষক খ. খামারি

গ. আমির ঘ. সম্রাট

২৬. ‘তুমি যাহা চাও লও’—উক্তিটি কার?

ক. অন্ধ ব্যক্তির খ. ধবল রোগীর

গ. টাকওয়ালার ঘ. ফেরেশতার

২৭. ইচ্ছেমতো জিনিস নেওয়ার জন্য আগের অন্ধ ব্যক্তি ফেরেশতাকে কার কসম দিয়েছিল?

ক. নিজের খ. সুলতানের

গ. আল্লাহর ঘ. মায়ের

২৮. উপযুক্ত আচরণের জন্য আল্লাহ কার প্রতি খুশি হয়েছিলেন?

ক. ফেরেশতার খ. অন্ধ ব্যক্তির

গ. ধবল রোগীর ঘ. টাকওয়ালার

২৯. অন্ধ ব্যক্তি ব্যতীত বাকিদের ওপর আল্লাহ কী হয়েছিলেন?

ক. ক্ষিপ্ত খ. বেজার

গ. রুষ্ট ঘ. বিরক্ত

৩০. ফেরেশতা ইহুদিদের কী পরীক্ষা করতে এসেছিলেন?

ক. সততা খ. ক্ষমতা

গ. ধৈর্য ঘ. অহমিকা

সঠিক উত্তর

সততার পুরস্কার: ২১.ক ২২.গ ২৩.গ ২৪.ক ২৫.গ ২৬.ক ২৭.গ ২৮.খ ২৯.খ ৩০.ক

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)