বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০) : অধ্যায় ১ | ইসলাম ও নৈতিক শিক্ষা - নবম শ্রেণি
নবম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ১
৩১. পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় কোনটি?
ক. শিরক খ. নিফাক
গ. কুফর ঘ. ফিসক
৩২. শিরক করার অপরাধ কী?
ক. মার্জনীয় খ. ক্ষমার যোগ্য
গ. ক্ষমার অযোগ্য ঘ. বড় ধরনের অপরাধ
৩৩. ইসলামি শরিয়তে নিফাকের অবস্থান কী?
ক. ছোট পাপ খ. সগিরা গুনাহ
গ. কিছুই না ঘ. কবিরা গুনাহ
৩৪. কোরআন মজিদে কাকে মিথ্যাবাদী বলা হয়েছে?
ক. কাফিরকে খ. মুনাফিককে
গ. মুশরিককে ঘ. মূর্তিপূজারিকে
৩৫. ‘রিসালাত’ শব্দের অর্থ কী?
ক. বিশ্বাস খ. ভিত্তি
গ. বার্তা ঘ. উপদেশ
৩৬. কারা মানবজাতির জন্য অনুপম আদর্শ?
ক. আলেমগণ খ. হাফেজগণ
গ. শহিদগণ ঘ. নবি-রাসুলগণ
৩৭. নবি-রাসুলগণ অতুলনীয় ছিলেন কিসে?
ক. ধৈর্য ও ক্ষমতায়
খ. ক্ষমা ও দয়ায়
গ. বুদ্ধিমত্তায়
ঘ. কর্তব্যনিষ্ঠা ও দায়িত্ব পালনে
৩৮. দ্বীনের মূল কাঠামো কী রূপ?
ক. এক ও অভিন্ন খ. অবিভাজ্য
গ. অনুসরণীয় ঘ. দ্বীনভিত্তিক
৩৯. ‘আমিই শেষ নবি। আমার পরে আর কোনো নবি নেই।’—বাণীটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ আছে?
ক. সহি মুসলিম খ. সহি বুখারি
গ. নাসায়ি শরিফ ঘ. ইবনে মাজাহ
৪০. ‘আল-বুরহান’ শব্দের অর্থ কী?
ক. সত্য খ. জ্যোতি
গ. পথনির্দেশ ঘ. সুস্পষ্ট প্রমাণ
সঠিক উত্তর
অধ্যায় ১: ৩১.ক ৩২.গ ৩৩.ঘ ৩৪.খ ৩৫.গ ৩৬.ঘ ৩৭.ঘ ৩৮.ক ৩৯.ক ৪০.ঘ
নূরে আলম ফেরদৌস, উপাধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা