বিজ্ঞান - ষষ্ঠ শ্রেণি

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

শিখন অভিজ্ঞতা ৩

শূন্যস্থান পূরণ করো ।

১. বাতাস হলো ____ পদার্থ।

২. ____ পদার্থগুলো দৃঢ় হওয়ায় এদের আকৃতি সহজে পরিবর্তন করা যায় না।

৩. বাড়িঘর, যন্ত্রপাতি ও জাহাজ তৈরিতে ____ পদার্থ ব্যবহার করা হয়।

৪. তেল মোটরগাড়ির ____ হিসেবে ব্যবহৃত হয়।

৫. আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয় ____ গ্যাস।

উত্তর:

১. গ্যাসীয় ২. কঠিন ৩. কঠিন ৪. জ্বালানি ৫. কার্বন ডাই–অক্সাইড

আরও পড়ুন

সঠিক উত্তর লেখো।

১. পদার্থ থাকতে পারে— ৩টি/ ৫টি/ ৬টি অবস্থায়

২. আয়তন নির্দিষ্ট নয়— দুধ/ কেরোসিন/ জলীয় বাষ্প

৩. দৃঢ় প্রকৃতির পদার্থ— ইথানল/ মধু/ পাথর

৪. পদার্থের পরিবর্তন— ২/ ৩/ ৪ প্রকার

৫. ভৌত পরিবর্তনের ক্ষেত্রে— নতুন পদার্থ তৈরি হয়/ আকারের পরিবর্তন ঘটে/ রাসায়নিক বৈশিষ্ট্যের পরিবর্তন হয়

উত্তর:

১. ৩টি ২. জলীয় বাষ্প ৩. পাথর ৪. ২ প্রকার ৫. আকারের পরিবর্তন ঘটে

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন