এসএসসি ২০২৩ -বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা |অধ্যায় ১: বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১. ‘তবকাত–ই–নাসিরি’ গ্রন্থের লেখক কে?

ক. কালাহান

খ. কৌটিল্য

গ. আবুল ফজল

ঘ. মিনহাজ–উস–সিরাজ

২. লিখিত ইতিহাসের বয়স কত?

ক. ২০০০ বছর খ. ২৫০০ বছর

গ. ৩০০০ বছর ঘ. ৩৫০০ বছর

৩. চীনের পরিব্রাজকেরা কখন বাংলায় আসেন?

ক. চতুর্থ শতকে

খ. ৫ম থেকে ৭ম শতকে

গ. ৭ম শতকে

ঘ. ৮ম শতকে

৪. ফা–হিয়েন কোন দেশের নাগরিক?

ক. চীন খ. ভারত

গ. বাংলাদেশ ঘ. আমেরিকা

৫. ‘অর্থশাস্ত্র’ কার লেখা গ্রন্থ?

ক. কলহন

খ. আবুল ফজল

গ. কৌটিল্য

ঘ. মিনহাজ–উস–সিরাজ

৬. ‘রামচরিত’ গ্রন্থের রচয়িতা কে?

ক. কৌটিল্য খ. সন্ধ্যাকর নন্দী

গ. চাণক্য ঘ. বেদব্যাস

৭. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটির কার রচিত?

ক. মিনহাজ–উস–সিরাজের

খ. মির্জা নাথানের

গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

ঘ. জিয়াউদ্দিন বারানীর

৮. ‘সি–ইউ–কি’ গ্রন্থের রচয়িতা কে?

ক. কৌটিল্য খ. হিউয়েন সাং

গ. চাণক্য ঘ. বেদব্যাস

৯. ‘ফো–কুয়ো–কি’ গ্রন্থের রচয়িতা কে?

ক. কলহান খ. ফা–হিয়েন

গ. চাণক্য ঘ. কৌটিল্য

১০. ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থের রচয়িতা কে?

ক. কৌটিল্য খ. কলহন

গ. চাণক্য ঘ. বেদব্যাস

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.ঘ ২.খ ৩.খ ৪.ক ৫.গ ৬.খ ৭.গ ৮.খ ৯.খ ১০.খ

কাজী মনজুরুল ইসলাম, শিক্ষক ,উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা