এসএসসি ২০২৩ - বাংলা ১ম পত্র | সেইদিন এই মাঠ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

সেইদিন এই মাঠ

৪১. ‘পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল’ বলতে কবি কী বুঝিয়েছেন?

ক. সভ্যতার বিনির্মাণ খ. মানুষের নশ্বরতা

গ. সময় গতিশীল ঘ. প্রকৃতি চিরন্তন

৪২. প্রকৃতি তার বিচিত্র বিবর্তনের মধ্যে কী হারিয়ে ফেলবে না?

ক. স্থবিরতা খ. দুর্বোধ্যতা

গ. জন্ম–মৃত্যু–স্বপ্ন ঘ. রূপ–রস–গন্ধ

৪৩. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কবির মতে কোনটি টিকে থাকবে না?

ক. নদী খ. নক্ষত্র

গ. সভ্যতা ঘ. স্বপ্ন

৪৪. ক্ষয়িষ্ণু সভ্যতার অপর দিকে কী চলে?

ক. চিরস্থায়ী খ. ক্ষণস্থায়ী

গ. বিনির্মাণ ঘ. স্বপ্নের

৪৫. ‘সেইদিন এই মাঠ’ কবিতার মূলভাব কী?

ক. মানবসভ্যতার পরিণতি

খ. প্রকৃতির সৌন্দর্য নশ্বর

গ. জীবাত্মা রহস্যময়

ঘ. প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী

৪৬. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কী বেঁচে রবে চিরকাল?

ক. খেয়ানৌকা খ. সৌন্দর্য

গ. সভ্যতা ঘ. লক্ষ্মীপ্যাঁচা

৪৭. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কবির স্বপ্ন কীরূপ?

ক. স্বপ্ন মরণশীল খ. স্বপ্ন ক্ষণস্থায়ী

গ. স্বপ্ন মরে না ঘ. স্বপ্ন বহমান

৪৮. ‘সেইদিন এই মাঠ’ কবিতার বক্তব্য অনুসারে কোনটির মৃত্যু নেই?

ক. সভ্যতার খ. স্বপ্নের

গ. মানুষের ঘ. ঐতিহ্যের

৪৯. শিক্ষা লাভের ক্ষেত্রে জীবনানন্দের সঙ্গে সম্পর্কিত—

i. ব্রজমোহন কলেজ

ii. প্রেসিডেন্সি কলেজ

iii. কলকাতা বিশ্ববিদ্যালয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫০. ‘চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে’। —এই পঙ্​ক্তিতে প্রকাশ পেয়েছে—

i. প্রকৃতির শাশ্বত রূপ

ii. প্রকৃতিমুগ্ধতা

iii. কবিমনের আক্ষেপ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

সেইদিন এই মাঠ: ৪১.ঘ ৪২.ঘ ৪৩.খ ৪৪.গ ৪৫.ঘ ৪৬.খ ৪৭.গ ৪৮.খ ৪৯.ঘ ৫০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা