জীববিজ্ঞান - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৬১. কোনটি জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে?

ক. সেন্ট্রোজোম খ. ক্রোমোজোম

গ. লাইসোজোম ঘ. রাইবোজোম

৬২. কোষগহ্বরের অভ্যন্তরের রসকে কী বলে?

ক. সেন্ট্রোস্ফিয়ার খ. সেন্ট্রিওল

গ. টনোপ্লাস্ট ঘ. কোষরস

৬৩. সেন্টোস্ফিয়ারের কেন্দ্রস্থলে অবস্থান করে কোনটি?

ক. সেন্ট্রিওল খ. সেন্ট্রোজোম

গ. রাইবোজোম ঘ. লাইসোজোম

৬৪. শ্বেত রক্তকণিকা—

i. দেহের প্রকৃতিগত আত্মরক্ষায় অংশ নেয়

ii. জীবাণু ধ্বংস করে

iii. গড় আয়ু ১–১৫ দিন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৫. প্লাজমালেমা কয় স্তরবিশিষ্ট?

ক. ১ স্তর খ. ২ স্তর

গ. ৩ স্তর ঘ. ৪ স্তর

আরও পড়ুন

৬৬. সাইটোপ্লাজমের বাইরের দিকের শক্ত অঞ্চলকে কী বলা হয়?

ক. রাইবোজোম খ. সেন্ট্রোজোম

গ. এক্টোপ্লাজম ঘ. এন্ডোপ্লাজম

৬৭. উদ্ভিদ কোষে—

i. সেন্ট্রোজোম থাকে না

ii. কোষপ্রাচীর আছে

iii. সঞ্চিত খাদ্য শ্বেতসার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৮. ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়?

ক. মাইটোকন্ড্রিয়ায় খ. রাইবোজোমে

গ. লাইসোজোমে ঘ. গলজি বস্তুতে

৬৯. কোনটিকে বংশগতির ধারক ও বাহক বলা হয়?

ক. নিউক্লিয়ার মেমব্রেন খ. নিউক্লিওপ্লাজম

গ. নিউক্লিওলাস ঘ. ক্রোমোজোম

৭০. কোষগহ্বরের অভ্যন্তরের রসকে কী বলে?

ক. সেন্ট্রোস্ফিয়ার খ. সেন্ট্রিওল

গ. টনোপ্লাস্ট ঘ. কোষরস

সঠিক উত্তর

অধ্যায় ২: ৬১.গ ৬২.ঘ ৬৩.ক ৬৪.ঘ ৬৫.খ ৬৬.গ ৬৭.গ ৬৮.ক ৬৯.ঘ ৭০.ঘ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন