ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | সুখ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৫৭)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

সুখ

৫১. ‘লভিবে’ অর্থ কী?

ক. লাভ করবে

খ. লোভ করবে

গ. লোভে পড়বে

ঘ. লাভ হবে

৫২. পরের কারণে কবি কেন স্বার্থ ত্যাগ করতে বলেছেন?

ক. নিজের লাভের জন্য

খ. এ পৃথিবী স্বার্থপর বলে

গ. জীবন ক্ষণস্থায়ী বলে

ঘ. অন্যের উপকারে শান্তি আছে বলে

৫৩. কবি আপনার কথা ভুলে যেতে বলেছেন কেন?

ক. অন্যদের সম্মান দিতে হবে তাই

খ. অন্যদের মনে রাখতে হবে বলে

গ. প্রকৃত সুখ লাভ করার জন্য

ঘ. এ জীবন ক্ষণস্থায়ী বলে

৫৪. ‘সুখ সুখ’ করে কাঁদলে কী হবে?

ক. দুঃখ কমে যাবে

খ. সুখ হারিয়ে যাবে

গ. দুঃখ আরও বাড়বে

ঘ. বেশি সুখ আসবে

৫৫. ‘বিব্রত’ শব্দের অর্থ কী?

ক. লজ্জিত

খ. ব্যতিব্যস্ত

গ. অভিলাষ

ঘ. নিখোঁজ

৫৬. ‘সুখ’ কবিতার প্রথম অংশে কী বর্ণিত হয়েছে?

ক. প্রকৃত সুখের মর্মার্থ

খ. সুখের সংজ্ঞা

গ. সুখ-দুঃখের সম্পর্ক

ঘ. দুঃখের সংজ্ঞা

৫৭. ‘সুখ’ কবিতার শেষে কী বর্ণিত হয়েছে?

ক. সংগ্রাম করার আহ্বান

খ. মানুষের দুঃখবোধের কথা

গ. সুন্দর পৃথিবীর কথা

ঘ. পারস্পরিক কল্যাণ চেতনা

সঠিক উত্তর

সুখ: ৫১.ঘ ৫২.গ ৫৩.গ ৫৪.খ ৫৫.খ ৫৬.ঘ ৫৭.ঘ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা