বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য - রসায়ন ১ম পত্র, অধ্যায় ২ | এইচএসসি ২০২৪
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
১. বোর ব্যাসার্ধের (a0) মান কত?
ক. 5.292 × 10-11m
খ. 6.18 × 10-18m
গ. 131 × 10kJmoI-1
ঘ. 7.0 ×108m
২. দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপ্তি কত?
ক. 280-424 nm খ. 425-454 nm
গ. 380- 780 nm ঘ. 647-780 nm
৩. বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপ্তি কত?
ক. 380-424 nm খ. 425-454 nm
গ. 455-575 nm ঘ. 647-780 nm
৪. সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটের বর্ণ কী?
ক. সাদা খ. রক্তলাল
গ. ইটের মতো লালচে ঘ. সবুজ
৫. MRI–এর পূর্ণরূপ কী?
ক. Magnetic Resonance Imaging
খ. Magnet Resonance Imaging
গ. Most Resonance Imaging
ঘ. Magnetic Reading Imaging
৬. প্ল্যাঙ্কের ধ্রুবক ( h) এর মান কত?
ক. 5.292 × 10-11 Js
খ. 6.626 × 10-34Js
গ. 131 × 10 Js
ঘ.7.0 × 108 Js
৭. গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপ্তি কত?
ক. 10-5-10-3 nm
খ. 10-5-11-3 nm
গ. 11-5-12-3 nm
ঘ. 12-5-13-3 nm
৮. অতিবেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপ্তি কত?
ক. 10-380 nm খ. 20-380 nm
গ. 30-380 nm ঘ. 40-380 nm
৯. মাইক্রোওয়েভ রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপ্তি কত?
ক. 106-109 nm
খ. 10-5-11-3 nm
গ. 11-5-12-3 nm
ঘ. 129 -13-3 nm
১০. অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপ্তি কত?
ক. 780-106 nm খ. 525-654 nm
গ. 455-575 nm
ঘ. 947-780 nm
১১. d–উপস্তরে অরবিটাল কয়টি?
ক. ১ টি খ. ৩ টি
গ. ৫ টি ঘ. ৭ টি
সঠিক উত্তর
অধ্যায় ২: ১. ক ২. গ ৩. গ ৪. ক ৫. ক ৬. খ ৭. ক ৮. ক ৯. ক ১০. ক ১১. গ
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা