বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০) : অধ্যায় ৩ | ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

২১.অর্থের মূল্য পরিবর্তন বলতে নিচের কোনটিকে বোঝায়?

ক. অর্থের পরিমাণের পরিবর্তন

খ. অর্থের পরিমাণ বৃদ্ধি

গ. অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস বা বৃদ্ধি

ঘ. অর্থের পরিমাণ হ্রাস

২২. সুদের হার নির্ণয়ের ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় কী?

ক. ব্যাংকের জামানতের হার

খ. মুদ্রাস্ফীতির হার

গ. প্রতিযোগী ব্যাংকের সুদের হার

ঘ. তারল্যের হার

২৩. সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোন পদ্ধতিতে মোট সুদ বেশি হয়ে থাকে?

ক. চক্রবৃদ্ধি পদ্ধতি

খ. সরল পদ্ধতি

গ. উভয় পদ্ধতিতে সমান

ঘ. ১০ বছর পর্যন্ত সরল সুদ বেশি হয়ে থাকে

২৪. নিচের কোন পদ্ধতিতে প্রতিবছর প্রারম্ভিক আসলের ওপর সুদ নির্ণয় করা হয়?

ক. চক্রবৃদ্ধি পদ্ধতি খ. সরল সুদ পদ্ধতি

গ. সমহার পদ্ধতি ঘ. স্থায়ী আসল পদ্ধতি

২৫. বার্ষিক চক্রবৃদ্ধি কী?

ক. বছরে ১২ বার সুদ গণনা

খ. এক বছর পরপর সুদ গণনা

গ. বছরে একবার সুদ গণনা

ঘ. শুধু অধিবর্ষে সুদ গণনা

আরও পড়ুন

২৬. বহু মেয়াদি চক্রবৃদ্ধিকরণ কী?

ক. বহু বছর পরপর চক্রবৃদ্ধিকরণ

খ. বিভিন্ন সুদের হারে চক্রবৃদ্ধিকরণ

গ. বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ

ঘ. বছরে ঠিক পাঁচবার চক্রবৃদ্ধিকরণ

২৭. অবিরাম চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কী হয়?

ক. প্রতিদিন সুদ গণনা করা হয়

খ. বছরে ৫২ বার সুদ গণনা করা হয়

গ. বছরে একবার সুদ গণনা করা হয়

ঘ. প্রথম বছরে কোনো সুদ গণনা করা হয় না

২৮. দ্বিমাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদ গণনা করা হয় কবে?

ক. দুই বছরে একবার

খ. দুই মাস পরপর

গ. প্রতি মাসে দুবার

ঘ. দুই মাসে দুবার

২৯. ত্রৈমাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদ গণনা করা হয় কবে?

ক. প্রতি মাসে তিনবার

খ. তিন মাসে তিনবার

গ. প্রতি তিন মাসে একবার

ঘ. তৃতীয় মাসের শুরুতে

৩০. মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদ গণনা করা হয় কবে?

ক. প্রতি মাসে একবার

খ. প্রতি মাসে দুবার

গ. তিন মাস পরপর

ঘ. বছরে একবার

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২১.গ ২২.খ ২৩.ক ২৪.খ ২৫.গ ২৬.গ ২৭.ক ২৮.খ ২৯.গ ৩০.ক

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

আরও পড়ুন