এইচএসসি ২০২২ - ভূগোল ১ম পত্র | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

৬১. বিশ্ব উষ্ণায়নের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোন দেশ?

ক. i খ. ii

গ. iii ঘ. iv

৬২. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, উদ্ভিদ ও প্রাণীর পচন ও বনাঞ্চল ধ্বংস ইত্যাদির কারণে কোন গ্যাস নির্গত হয়?

ক. অক্সিজেন

খ. মিথেন

গ. নাইট্রোজেন

ঘ. কার্বন ডাই–অক্সাইড

৬৩. চীন, জাপান ও ফিলিপাইনে ঘূর্ণিঝড় কী নামে পরিচিত?

ক. হারিকেন খ. টর্নেডো

গ. সাইক্লোন ঘ. টাইফুন

৬৪. কোনটিকে সুদানি জলবায়ু বলা হয়?

ক. ক্রান্তীয় মহাদেশীয়

খ. ক্রান্তীয় মৌসুমি

গ. নিরক্ষীয়

ঘ. উষ্ণ মরু

৬৫. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত?

ক. ৩০° -৪৫° খ. ৩০° -৫৫°

গ. ৩৫° -৪৪° ঘ. ৩০° -৪৪°

৬৬. নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বৃষ্টিপাত কী কারণে হয়?

ক. জলভাগের আধিক্য

খ. চিরসবুজ বনভূমি

গ. বায়ুর অনুভূমিক প্রবাহ

ঘ. পাহাড়

৬৭. গ্রিনহাউস প্রতিক্রিয়ার জন্য প্রধানত কোনটি দায়ী?

ক. CH4 খ. CO2

গ. N2O ঘ. CFC

৬৮. ডব্লিউ কোপেন পৃথিবীর জলবায়ুকে মোট কত শ্রেণিতে বিভক্ত করেন?

ক. ১৫ খ. ১৬

গ. ১৭ ঘ. ১৮

৬৯. নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য নয় কোনটি?

ক. চিরস্থায়ী নিম্নচাপ বলয় বিদ্যমান

খ. সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়

গ. ঋতুর পরিবর্তন হয়

ঘ. অতিরিক্ত আর্দ্রতা বিরাজ করে

৭০. ভূমধ্যসাগরীয় জলবায়ু হতে পারে যে অক্ষাংশে—

ক. ৫° খ. ৩০°

গ. ৫০° ঘ. ৭০°

সঠিক উত্তর

অধ্যায় ৬: ৬১.ক ৬২.ঘ ৬৩.ঘ ৬৪.ক ৬৫.ঘ ৬৬.ক ৬৭.খ ৬৮.খ ৬৯.ঘ ৭০.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)