এসএসসি ২০২৪ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৪১. পেস্ট করার কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Ctrl+L খ. Ctrl+C

গ. Ctrl+V ঘ. Ctrl+P

৪২. Close অপশনটি ওয়ার্ড প্রসেসরের কোন বাটনের অংশ?

ক. New খ. Office button

গ. Insert ঘ. Clipboard

৪৩. একই ডকুমেন্টকে ভিন্ন নামে save করতে কোন অপশনটি ব্যবহার করতে হয়?

ক. Save খ. Save in

গ. Save as ঘ. Save of

৪৪. অফিস বাটনের নিকটে ডান পাশের আইকন কোনটি?

ক. Copy আইকন খ. Font আইকন

গ. Save আইকন ঘ. Clipboard

৪৫. কোনো ডকুমেন্ট তৈরি করার পরের কাজ কী?

ক. নাম দেওয়া খ. সংরক্ষণ করা

গ. মুছে ফেলা ঘ. সম্পাদন করা

আরও পড়ুন

৪৬. লেখা সাজানোর প্রথম কাজ কী?

ক. ফন্ট ঠিক করা

খ. বানান ঠিক করা

গ. ইনডেন্ট করা

ঘ. অক্ষরের আকার-আকৃতি বিন্যাস করা

৪৭. লেখা সম্পাদনার প্রথম কাজ কী?

ক. মার্জিন বিন্যাস

খ. বানান সংশোধন

গ. আকৃতি পরিবর্তন

ঘ. পৃষ্ঠার মাপ নির্ধারণ

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৮ ও ৪৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মাহবুবা একটি নতুন চাকরিতে আবেদন করার উদ্দেশ্যে তার সংরক্ষিত সিভির ওয়ার্ড ফাইলটি খুলল এবং তাতে প্রয়োজনীয় পরিবর্তন এনে নতুন নামে সংরক্ষণ করল।

৪৮. মাহবুবা নতুন সিভি সংরক্ষণে কোন অপশনটি ব্যবহার করল?

ক. Save খ. Open

গ. Save As ঘ. Close

৪৯. সংরক্ষিত সিভি খুলতে মাহবুবা ব্যবহার করতে পারে—

i. Ctrl+O কমান্ড

ii. Open অপশন

iii. New অপশন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫০. Insert বাটনের নিকটস্থ বাম পাশের বাটন কোনটি?

ক. Home খ. Office

গ. Reference ঘ. Table

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৪১.গ ৪২.খ ৪৩.গ ৪৪.গ ৪৫.খ ৪৬.ঘ ৪৭.খ ৪৮.গ ৪৯.ক ৫০.ক

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন