মানুষের অভিগমন ও আদমশুমারি, ভূগোল ২য় পত্র, অধ্যায় ২ | এইচএসসি ২০২৪
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
৫১. জনমিতিক উপাদানগুলো হলো—
i. জন্মহার ii. মৃত্যুহার iii. লিঙ্গকাঠামো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫২. বাংলাদেশে কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
ক. রাজশাহী খ. ফরিদপুর
গ. টাঙ্গাইল ঘ. বান্দরবান
নিচের উদ্দীপকটি পড়ে ৫৩ ও ৫৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ইমন একজন চাকরিজীবী। চাকরির সুবাদে সে পরিবারসহ আমেরিকা থাকে।
৫৩. অনুচ্ছেদে ইমানের অভিগমন কোন ধরনের?
ক. অভ্যন্তরীণ খ. নগর নগর
গ. আন্তর্জাতিক ঘ. নগর পল্লি
৫৪. ইমনের অভিগমনের কারণ হিসেবে যেটি যৌক্তিক—
i. অধিক ভোগ ও মুনাফা লাভের ইচ্ছা
ii. অধিক মুনাফা লাভের সুযোগ
iii. সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের আশায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৫. বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৭১ সালে
খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৭৪ সালে
৫৬. বাংলাদেশের কোন নৃগোষ্ঠী রাজশাহী অঞ্চলে বসবাস করে?
ক. সাঁওতাল খ. চাকমা
গ. গারো ঘ. মারমা
৫৭. অশোধিত জন্মহারের সংক্ষিপ্ত রূপ কোনটি?
ক. CDR খ. CBR
গ. CRR ঘ. CRB
৫৮. বয়স–পিরামিডের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নয়—
i. ভূমি অক্ষের বাঁ পাশের নারীদের বয়সবিন্যাস
ii. ভূমি অক্ষের ডান পাশে পুরুষের বয়সবিন্যাস
iii. লম্ব অক্ষে বয়সভিত্তিক বিন্যাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৯. বিরল জনবসতি অঞ্চল কোনটি?
ক. সিলেট খ. মধুপুর
গ. বান্দরবান ঘ. সুন্দরবন
৬০. বিরল জনবসতির কারণ—
i. হিংস্র প্রাণীর ভয়
ii. পর্বতময় ভূপ্রকৃতি
iii. নাগরিক সুবিধার অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ৫১. ঘ ৫২. ঘ ৫৩. গ ৫৪. ঘ ৫৫. ঘ ৫৬. ক ৫৭. খ ৫৮. ক ৫৯. ঘ ৬০. গ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা