পরিপাকতন্ত্র ও ক্ষরিত রসের কাজ - জীববিজ্ঞান ২য় পত্র, অধ্যায় ৩ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

২১. নিচের কোন গ্রন্থিটি অন্ত্রের অন্তপ্রাচীরকে সুরক্ষা দেয়?

ক. ব্রুনারস গ্রন্থি খ. গ্যাস্ট্রিক গ্রন্থি

গ. প্যারোটিড গ্রন্থি ঘ. অগ্ন্যাশয় গ্রন্থি

২২. কোন গ্রন্থিটি দেখতে অনেকটা মরিচের মতো ও গোলাপি বর্ণের?

ক. যকৃৎ খ. পাকস্থলী

গ. অগ্ন্যাশয় ঘ. লালাগ্রন্থি

২৩. জীবন সমুদ্রের ‘কর্মমুখর পোতাশ্রয়’ কোনটিকে বলা হয়?

ক. হৃৎপিণ্ড খ. অগ্ন্যাশয়

গ. যকৃৎ ঘ. ফুসফুস

২৪. পিত্তরসে শতকরা কত ভাগ পানি থাকে?

ক. ৭০% খ. ৮০%

গ. ৯২% ঘ. ৯৮%

২৫. গবলেট কোষ পাওয়া যায় কোন অঙ্গে?

ক. ফুসফুস খ. ক্ষুদ্রান্ত্র

গ. অগ্ন্যাশয় ঘ. যকৃৎ

২৬. মাখনে যে খাদ্য উপাদান রয়েছে তা কোন এনজাইম পরিপাক করে?

ক. অ্যামাইলেজ খ. লাইপেজ

গ. মল্টেজ ঘ. ট্রিপসিন

২৭. কোনটির প্রভাবে পরিপাককারী এনজাইমগুলো অন্ত্রে সক্রিয় হয়?

ক. HCl খ. লাইপেজ

গ. ইনসুলিন ঘ. এন্টারোকাইনেজ

২৮. পিত্তরসের কাজ হলো—

i. ইমালসিফিকেশন

ii. লাইপেজ সক্রিয়করণ

iii. অন্ত্রে ক্ষারীয় মাধ্যম সৃষ্টি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৯. লালা নিঃসরণ নিয়ন্ত্রণ করে কোনটি?

ক. পনস খ. মেডুলা অবলঙ্গাটা

গ. সেরেবেলাম ঘ. থ্যালামাস

৩০. কোনটি পরিপাকে সহায়তা করে?

ক. গ্লুকাগন খ. সিক্রেটিন

গ. ইনসুলিন ঘ. অ৵াড্রেনালিন

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২১. ঘ ২২. গ ২৩. গ ২৪. ঘ ২৫. খ ২৬. খ ২৭. ঘ ২৮. ঘ ২৯. খ ৩০. খ 

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা