চাঁদপুর জেলা পরিষদের শিক্ষা বৃত্তি

আবেদনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি

চাঁদপুর জেলা পরিষদের নিজস্ব তহবিল হতে ২০২২-২০২৩ অর্থ বছরে জেলার দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা বৃত্তি দেওয়া হবে।

শর্তাবলী

১. আবেদনকারী ছাত্রছাত্রীকে অবশ্যই চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা  হতে হবে। ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান/বাণিজ্য বিভাগে অতিরিক্ত বিষয়সহ সকল বিষয়ে এ প্লাস জিপিএ-৫ (গোল্ডেন) এবং মানবিক বিভাগে জিপিএ-৫ প্রাপ্ত হতে হবে। মুক্তিযোদ্ধাদের সন্তান ও পোষ্য, প্রতিবন্ধী, এতিম প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান/ ব্যবসায় শিক্ষায় জিপিএ ৪.৭০ এবং মানবিক বিভাগে জিপিএ-৪.৫০ প্রাপ্ত হতে হবে।

২. আবেদনপত্র নিজ হাতে পূরণ করতে হবে। আবেদনের সাথে এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মার্কশীটের সত্যায়িত কপি (১ম শ্রেণির গেজেটের কর্মকর্তা/স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত), স্থানীয় বাসিন্দার প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নাগরিকত্বের সনদপত্র দাখিল করতে হবে।

৩. মুক্তিযোদ্ধার সন্তান ও পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের স্বপক্ষে গেজেটের কপি/মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় হতে সদ্য ইস্যুকৃত ডিজিটাল সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে এবং পৌরসভার মেয়র ও ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক প্রত্যায়নপত্র লাগবে। প্রতিবন্ধী ও এতিম প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা অফিসারের প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।

৪. বৃত্তির আবেদন ফরম জেলা পরিষদ কার্যালয়সহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে বিনামূল্যে সংগ্রহ করা যাবে। ফরমের ফটোকপিও গ্রহণযোগ্য। তাছাড়া জেলা পরিষদের ওয়েবসাইট থেকেও আবেদন ফরম ডাউনলোড করা যাবে।

৫. বৃত্তির ফরম সঠিকভাবে পূরণ করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সুপারিশসহ আগামী ২৮/০২/২০২৩ তারিখ মধ্যে চাঁদপুর জেলা পরিষদ কার্যালয়ে জমা দিতে হবে।

বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: zp.chandpur.gov.bd

আরও পড়ুন