ষষ্ঠ শ্রেণি - বাংলা ২য় পত্র | ধ্বনিতত্ত্ব : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

ধ্বনিতত্ত্ব

১১. জিভ স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাৎ সামনে কিংবা পেছনে না সরে স্বরধ্বনি উচ্চারিত হয়, সেগুলোকে কী বলে?

ক. সম্মুখ স্বরধ্বনি

খ. মধ্য স্বরধ্বনি

গ. পশ্চাৎ স্বরধ্বনি

ঘ. নিম্ন স্বরধ্বনি

১২. জিভের পেছনের অংশের সাহায্যে উচ্চারণ করতে হয় যে স্বরধ্বনি, তাকে কী বলে?

ক. সম্মুখ স্বরধ্বনি খ. মধ্য স্বরধ্বনি

গ. পশ্চাৎ স্বরধ্বনি ঘ. নিম্ন স্বরধ্বনি

১৩. জিভ সবচেয়ে ওপরে উঠিয়ে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, তাকে কী বলে?

ক. উচ্চমধ্য স্বরধ্বনি

খ. নিম্ন স্বরধ্বনি

গ. উচ্চ স্বরধ্বনি

ঘ. নিম্নমধ্য স্বরধ্বনি

১৪. জিভ সবচেয়ে নিচে অবস্থান করে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, তাকে কী বলে?

ক. উচ্চমধ্য স্বরধ্বনি

খ. নিম্ন স্বরধ্বনি

গ. উচ্চ স্বরধ্বনি

ঘ. নিম্নমধ্য স্বরধ্বনি

১৫. জিভ নিম্ন স্বরধ্বনির তুলনায় ওপরে এবং উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচে থেকে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, তাকে কী বলে?

ক. উচ্চমধ্য স্বরধ্বনি

খ. নিম্ন স্বরধ্বনি

গ. উচ্চ স্বরধ্বনি

ঘ. নিম্নমধ্য স্বরধ্বনি

১৬. জিভ উচ্চমধ্য স্বরধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন স্বরধ্বনি থেকে ওপরে উঠে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কী বলে?

ক. উচ্চমধ্য স্বরধ্বনি

খ. নিম্ন স্বরধ্বনি

গ. মধ্য স্বরধ্বনি

ঘ. নিম্নমধ্য স্বরধ্বনি

১৭. ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোর উচ্চারণে কয় ধরনের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

১৮. ধ্বনি কাকে বলে?

ক. ভাষার ক্ষুদ্রতম অংশকে

খ. অর্থবোধক শব্দসমষ্টিকে

গ. ভাষার লিখিত রূপকে

ঘ. দুটি শব্দের মিলনকে

১৯. যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোলাকৃত হয়, সেসব স্বরধ্বনিগুলোকে কী বলে?

ক. গোলাকৃত স্বরধ্বনি

খ. অগোলাকৃত স্বরধ্বনি

গ. সংবৃত স্বরধ্বনি

ঘ. বিবৃত স্বরধ্বনি

২০. গোলাকৃত স্বরধ্বনি কোনটি?

ক. অ খ. আ

গ. ই ঘ. এ

সঠিক উত্তর

ধ্বনিতত্ত্ব: ১১.খ ১২.গ ১৩.গ ১৪.খ ১৫.ক ১৬.ঘ ১৭.ক ১৮.ক ১৯.ক ২০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন(১-১০)