এসএসসি ২০২৪ - বিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

৩১. সেসব প্রাণী ফুলকার সাহায্যে অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায়, নিচের কোনটি না থাকলে তারা বাঁচতে পারত না—

i. বাতাস ii. পানি

iii. মাটি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩২. বিশুদ্ধ পানি কেমন?

i. স্বাদহীন

ii. বর্ণহীন

iii. গন্ধহীন

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৩. পানি বিশুদ্ধকরণ পদ্ধতি হলো—

i. পরিস্রাবণ ii. ক্লোরিনেশন

iii. স্ফুটন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৪. পানিবাহিত রোগ হলো—

i. কলেরা ii. আমাশয়

iii. টাইফয়েড

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৫. বিশুদ্ধ পানি তড়িৎ—

i. পরিবাহী ii. অপরিবাহী

iii. অর্ধপরিবাহী

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৩৬. পানির pH মান খুব কমে গেলে জলজ প্রাণীর—

i. অঙ্গপ্রতঙ্গ সঠিকভাবে বিকশিত হবে না

ii. দেহ অভ্যন্তরে খনিজ পদার্থ কমে যাবে

iii. পানির তলদেশে সাঁতার কাটবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

অপু ও দিপু দুজনে দুটি পুকুরে মাছ চাষ করে। অপুর পুকুরের মাছে বৃদ্ধি সন্তোষজনক। আর দিপুর পুকুরের মাছগুলো দুর্বল ও অঙ্গপ্রত্যঙ্গগুলো সঠিকভাবে বিকশিত হয়নি।

৩৭. অপুর পুকুরের পানি কোন ধরনের?

ক. অ্যাসিডিক খ. ক্ষারীয়

গ. নিরপেক্ষ ঘ. ক্যালসিয়াস

৩৮. দিপুর পুকুরের পানিতে নিচের কোনটি হ্রাস করা উচিত?

ক. অ্যাসিড খ. ক্ষার

গ. ক্যালসিয়াম ঘ. ফসফরাস

৩৯. উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য নদ–নদীর পানিতে pH –এর মান কেমন হওয়া দরকার?

ক. ৪-৫ খ. ৫-৬

গ. ৬-৮ ঘ. ৭-৮

৪০. ETP–এর পূর্ণরূপ কী?

ক. Effluent Treatment plant

খ. Efflument tertiary plant

গ. Effective treatement Plant

ঘ. Efficiency Treatment Plant

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩১.ক ৩২.ঘ ৩৩.ঘ ৩৪.ঘ ৩৫.খ ৩৬.ক ৩৭.গ ৩৮.ক ৩৯.গ ৪০.ক

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা