এইচএসসি ২০২২ - ভূগোল ১ম পত্র | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৭৫)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

৫১. মৌসুম শব্দের অর্থ কী?

ক. ঝড় খ. ঋতু

গ. টর্নেডো ঘ. আকাশ

৫২. বাংলাদেশের জলবায়ুকে কয়টি ঋতুতে ভাগ করা হয়েছে?

ক. ১ খ. ২

গ. ৩ ঘ. ৪

৫৩. নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য হলো—

i. অধিক তাপ ও বৃষ্টিপাত

ii. সারা বছর লম্বভাবে কিরণ

iii. বৃষ্টিহীন গ্রীষ্মকাল ও বৃষ্টিবহুল শীতকাল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৪. বাংলাদেশে জলবায়ু ভিন্নতার প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয়—

i. দক্ষিণ-পূর্বাঞ্চলে

ii. উত্তর-পূর্বাঞ্চলে

iii. উত্তর-পশ্চিমাঞ্চলে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. iii ঘ. i, ii ও iii

৫৫. আফ্রিকার কঙ্গো অববাহিকায় কোন ধরনের জলবায়ু দেখা যায়?

ক. নিরক্ষীয় খ. মৌসুমি

গ. ভূমধ্যসাগরীয় ঘ. নাতিশীতোষ্ণ

৫৬. বাংলাদেশের জলবায়ু কোন জলবায়ু শ্রেণির অন্তর্গত?

ক. নিরক্ষীয়

খ. ক্রান্তীয় মৌসুমি

গ. ভূমধ্যসাগরীয়

ঘ. মেরু

৫৭. নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য নয় কোনটি?

ক. চিরস্থায়ী নিম্নচাপ বলয় বিদ্যমান

খ. সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়

গ. ঋতুর পরিবর্তন হয়

ঘ. অতিরিক্ত আর্দ্রতা বিরাজ করে

৫৮. ভূমধ্যসাগরীয় জলবায়ু হতে পারে যে অক্ষাংশে—

ক. ৫° খ. ৩০°

গ. ৫০° ঘ. ৭০°

উদ্দীপকের আলোকে ৫৯ থেকে ৬০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

দেশের নাম - [i. বাংলাদেশ, ii. মালয়েশিয়া, iii. মিসর, iv. নরওয়ে ]

৫৯. বিশ্ব উষ্ণায়নের ফলে লাভবান হবে কোন দেশ?

ক. iv নম্বর খ. iii নম্বর

গ. ii নম্বর ঘ. i নম্বর

৬০. কত নম্বর দেশের জলবায়ু সবচেয়ে আরামদায়ক?

ক. i খ. ii

গ. iii ঘ. iv

৬১. বিশ্ব উষ্ণায়নের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোন দেশ?

ক. i খ. ii

গ. iii ঘ. iv

৬২. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, উদ্ভিদ ও প্রাণীর পচন ও বনাঞ্চল ধ্বংস ইত্যাদির কারণে কোন গ্যাস নির্গত হয়?

ক. অক্সিজেন

খ. মিথেন

গ. নাইট্রোজেন

ঘ. কার্বন ডাই–অক্সাইড

৬৩. চীন, জাপান ও ফিলিপাইনে ঘূর্ণিঝড় কী নামে পরিচিত?

ক. হারিকেন খ. টর্নেডো

গ. সাইক্লোন ঘ. টাইফুন

৬৪. কোনটিকে সুদানি জলবায়ু বলা হয়?

ক. ক্রান্তীয় মহাদেশীয়

খ. ক্রান্তীয় মৌসুমি

গ. নিরক্ষীয়

ঘ. উষ্ণ মরু

৬৫. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত?

ক. ৩০° -৪৫° খ. ৩০° -৫৫°

গ. ৩৫° -৪৪° ঘ. ৩০° -৪৪°

৬৬. নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বৃষ্টিপাত কী কারণে হয়?

ক. জলভাগের আধিক্য

খ. চিরসবুজ বনভূমি

গ. বায়ুর অনুভূমিক প্রবাহ

ঘ. পাহাড়

৬৭. কোন কোন মাস বাংলাদেশে গ্রীষ্মকাল?

ক. নভেম্বর ও ফেব্রুয়ারি

খ. মার্চ থেকে মে মাস

গ. জুন থেকে অক্টোবর

ঘ. ফেব্রুয়ারি ও মার্চ

৬৮. ডব্লিউ কোপেন পৃথিবীর জলবায়ুকে মোট কত শ্রেণিতে বিভক্ত করেন?

ক. ১৫ খ. ১৬

গ. ১৭ ঘ. ১৮

নিচের উদ্দীপকের আলোকে ৬৯ ও ৭০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ড. ফরিদ একজন পরিবেশবিজ্ঞানী। তিনি গবেষণা করে দেখেন, বর্তমানে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিশ্বের তাপমাত্রা এত বেশি বৃদ্ধি পেতে পারে, যার পরিণাম হবে খুবই ভয়াবহ।

৬৯. উদ্দীপকে উল্লিখিত বিষয়টি প্রতিরোধের উপায়—

i. যানবাহনের দূষিত গ্যাস নির্গমন বন্ধ করা

ii. সঠিক মাত্রায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার

iii. অরণ্য নিধন করা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. ii ও iii

৭০. উদ্দীপকে উল্লিখিত বিষয়টির প্রভাবে—

i. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে

ii. প্রাকৃতিক দুর্যোগ বাড়বে

iii. রোগব্যাধি কমে যাবে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i ও iii

৭১. কোন ঋতুতে জলবায়ুর কিছুটা তারতম্য পরিলক্ষিত হয়?

ক. শীত খ. গ্রীষ্ম

গ. বর্ষা ঘ. প্রত্যেক

৭২. জলবায়ু পরিবর্তনের ফলে—

i. মানুষের পেশাগত পরিবর্তন ঘটেছে

ii. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে

iii. বিভিন্ন প্রজাতির প্রাণী বিপন্ন হচ্ছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৩. ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য হলো—

i. বৃষ্টিবহুল শীতকাল ও বৃষ্টিহীন গ্রীষ্মকাল

ii. মহাদেশগুলোর পশ্চিমাংশে এ জলবায়ু দেখা যায়

iii. রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৪. কলকারখানার ধোঁয়া থেকে নির্গত হয় কোনটি?

ক. নিয়ন খ. কার্বন

গ. জেনন ঘ. আর্গন

৭৫. ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মকালে রাতের তাপমাত্রা অনেক কমে যায় কেন?

ক. মেঘমুক্ত থাকে বলে

খ. মেঘ থাকে বলে

গ. প্রচুর বৃষ্টিপাতের কারণে

ঘ. সাগরের কাছে বলে

সঠিক উত্তর

অধ্যায় ৬: ৫১.খ ৫২.গ ৫৩.ক ৫৪.গ ৫৫.ক ৫৬.খ ৫৭.গ ৫৮.খ ৫৯.ক ৬০.গ ৬১.ক ৬২.ঘ ৬৩.ঘ ৬৪.ক ৬৫.ঘ ৬৬.ক ৬৭.খ ৬৮.খ ৬৯.গ ৭০.ক ৭১.ঘ ৭২.ঘ ৭৩.ঘ ৭৪.খ ৭৫.ক

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা