এইচএসসি ২০২৩ - বাংলা ১ম পত্র | সোনার তরী : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
সোনার তরী
২১. কোন শব্দ থেকে ‘বরষা’ শব্দটির ব্যুৎপত্তি?
ক. বর্শা খ. বর্ষা
গ. বর্ষণ ঘ. বরশা
২২. ‘সোনার তরী’ কবিতায় বর্ণিত গ্রামখানি কেমন?
ক. মেঘে ঢাকা
খ. পাখিতে ভরা
গ. সবুজে ভরা
ঘ. ফুলে ফুলে সাজানো
২৩. ‘সোনার তরী’ কবিতায় কোন সময়ের কথা উল্লেখ করা হয়েছে?
ক. সকাল খ. দুপুর
গ. বিকেল ঘ. সন্ধ্যা
২৪. ঢেউগুলো নিরুপায় কোথায় ভাঙে?
ক. এক ধারে খ. দুধারে
গ. তিন ধারে ঘ. চতুর্দিকে
২৫. ছোট তরীতে কার স্থান হয় না?
ক. কবির খ. কৃষকের
গ. মাঝির ঘ. ফসলের
২৬. ‘সোনার তরী’ কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ আছে?
ক. আষাঢ় খ. শ্রাবণ
গ. ভাদ্র ঘ. আশ্বিন
২৭. ‘ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরী’— এরপরের চরণটি কী?
ক. যাহা ছিল নিয়ে গেল সোনার তরী
খ. আমারি সোনার ধানে গিয়েছে ভরি
গ. আর আছে আর নাই, দিয়েছি ভরি
ঘ. শূন্য নদীর তীরে রহিনু পড়ি
২৮. ‘দেখে যেন মনে হয় চিনি উহারে’—চরণটিতে কাকে চেনার কথা বলা হয়েছে?
ক. মাঝিকে
খ. কবিকে
গ. কৃষককে
ঘ. নদীর ওপারের মানুষকে
২৯. ‘খরপরশা’ শব্দের অর্থ কী?
ক. স্রোত খ. ধারালো
গ. ধারালো বর্শা ঘ. ভয়ানক স্রোত
৩০. ‘সোনার তরী’ কবিতায় ‘আমি’ প্রতীকী অর্থে কে?
ক. কৃষক খ. মাঝি
গ. গৃহস্থের স্ত্রী ঘ. কবি
সঠিক উত্তর
সোনার তরী: ২১.খ ২২.ক ২৩.ক ২৪.খ ২৫.খ ২৬.খ ২৭.খ ২৮.ক ২৯.গ ৩০.ঘ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা