অধ্যায় ৪
৩১. নিচু বর্ণের পাত্রের সঙ্গে উঁচু বর্ণের পাত্রীর বিবাহ হলে, তাকে কী বলে?
ক. প্রতিলোম খ. অনুলোম
গ. সরোরেট ঘ. লেভিরেট
৩২. পাত্র-পাত্রী নির্বাচন প্রক্রিয়ার ভিত্তিতে বিবাহ কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
৩৩. মামাতো ও ফুফাতো ভাইবোনের মধ্যে অনুষ্ঠিত বিবাহকে কী বলে?
ক. প্যারালাল কাজিন বিবাহ
খ. ক্রস-কাজিন বিবাহ
গ. রোমান্টিক বিবাহ
ঘ. স্থিরকৃত বিবাহ
৩৪. পাত্র-পাত্রীর স্বাধীন ইচ্ছায় কোন বিবাহ সংঘটিত হয়?
ক. রোমান্টিক বিবাহ খ. স্থিরকৃত বিবাহ
গ. অনুলোম বিবাহ ঘ. প্রতিলোম বিবাহ
৩৫. বর্তমানে একক বিবাহ—
i. সর্বজন স্বীকৃত
ii. সর্বাধিক জনপ্রিয়
iii. শুধু উপজাতিদের ক্ষেত্রে প্রযোজ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. মুসলমান সমাজে যে ধরনের বিবাহ দেখা যায়—
i. সমান্তরাল কাজিন বিবাহ
ii. বিষম কাজিন বিবাহ
iii. বহু স্বামী বিবাহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭. ‘মানুষের ধর্মই এই যে, সে অনেকের সাথে একত্রে বাস করতে চায়’— উক্তিটি কে করেছেন?
ক. এ কে নাজমুল করিম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. এরিস্টটল
ঘ. রুশো
৩৮. বিবাহের মাধ্যমে জন্ম নেওয়া সন্তান কিসের উত্তরাধিকার হয়?
ক. সম্পদের খ. নেতৃত্বের
গ. বংশমর্যাদার ঘ. সামাজিক মর্যাদার
৩৯. বিবাহের ফলে স্বামী-স্ত্রীর মধ্যে সৃষ্টি হয়—
i. অধিকার সম্পর্ক
ii. কর্তব্যের সম্পর্ক
iii. প্রতিযোগিতার সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. বিবাহ হচ্ছে একমাত্র মাধ্যম, যা একজন পুরুষ ও মহিলাকে দাম্পত্যজীবনের—
i. সামাজিক স্বীকৃতি দান করে
ii. ধর্মীয় স্বীকৃতি দান করে
iii. আইনগত স্বীকৃতি দান করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৩১.ক ৩২.গ ৩৩.খ ৩৪.ক ৩৫.ক ৩৬.ক ৩৭.খ ৩৮.ক ৩৯.ক ৪০.ঘ
শামসুন নাহার, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা