এসএসসি ২০২৪ - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

২১. রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটি?

ক. জনসমষ্টি খ. সরকার

গ. নির্দিষ্ট ভূখণ্ড ঘ. সার্বভৌমত্ব

২২. সার্বভৌমত্ব কী?

ক. সরকারের চূড়ান্ত ক্ষমতা

খ. প্রধানমন্ত্রীর চূড়ান্ত ক্ষমতা

গ. রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা

ঘ. রাষ্ট্রপতির চূড়ান্ত ক্ষমতা

২৩. প্রাচীনকাল থেকে মানুষ নিচের কোনটি অনুসরণ করে আসছে?

ক. আইনসভার আইন

খ. ঐশ্বরিক আইন

গ. আইনবিদদের আইন

ঘ. বিচারকের আইন

২৪. আধুনিক যুগে কোনটি আইনের প্রধান উৎস?

ক. ধর্ম খ. আইনসভা

গ. প্রথা ঘ. ন্যায়বোধ

২৫. রাষ্ট্রের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ কোনটি?

ক. নাগরিকের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করা

খ. দ্রব্যের দাম জনগণের সামর্থ্যের মধ্যে রাখা

গ. রাষ্ট্রের সামগ্রিক শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা

ঘ. জনসাধারণের জন্য শিক্ষার সুব্যবস্থা করা

২৬. রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা কোনটি?

ক. জনসমষ্টি খ. নির্দিষ্ট ভূখণ্ড

গ. সার্বভৌমত্ব ঘ. সরকার

২৭. জনগণের সার্বভৌমত্বের প্রয়োগ ঘটে কোন প্রক্রিয়ার মাধ্যমে?

ক. সামাজিকীকরণ

খ. সামাজিক পরিবর্তন

গ. বিচার

ঘ. নির্বাচন

২৮. দেশের প্রধান বিচারপতির নেতৃত্বের মধ্যে পড়ে—

i. সুপ্রিম কোর্ট

ii. হাইকোর্ট

iii. জজকোর্ট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৯. ‘স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র।’—সংজ্ঞাটি কে দিয়েছেন?

ক. আর এম ম্যাকাইভার

খ. প্লেটো

গ. অ্যারিস্টটল

ঘ. অধ্যাপক গার্নার

৩০. সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ–

i. মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা

ii. জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষা

iii. রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে জনগণকে সহায়তা দেওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৬: ২১.ঘ ২২.গ ২৩.খ ২৪.খ ২৫.গ ২৬.গ ২৭.ঘ ২৮.ঘ ২৯.গ ৩০.ক

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা