এইচএসসি ২০২২ - ভূগোল ২য় পত্র | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৬
১১. কেন শীতলক্ষ্যা নদীর তীরে সার কারখানা গড়ে উঠেছে—
i. প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি
ii. মিঠা পানির সান্নিধ্য
iii. সুষ্ঠু পরিবহন ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অনিক ফেঞ্চুগড় সার কারখানায় চাকরি করে। ওই কারখানায় ব্যবহৃত প্রধান কাঁচামাল সিলেটের হরিপুর থেকে সরবরাহ করা হয়।
১২. উদ্দীপকে উল্লিখিত কারখানায় কোন খনিজ ব্যবহার করা হয়?
ক. খনিজ তেল খ. সিলিকা
গ. কয়লা ঘ. প্রাকৃতিক গ্যাস
১৩. উদ্দীপকের কারখানায় ব্যবহৃত কাঁচামাল আর কী কাজে ব্যবহার করা হয়?
i. যানবাহনের জ্বালানি হিসেবে
ii. তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে
iii. সৌর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি কোন শিল্প?
ক. তৈরি পোশাক খ. চিনি
গ. লৌহ ও ইস্পাত ঘ. সিমেন্ট
১৫. মেঘনা সিমেন্ট কারখানা কোথায় গড়ে উঠেছে?
ক. চট্টগ্রাম বন্দরের নিকটে
খ. মোংলা বন্দরের নিকটে
গ. নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে
ঘ. কুমিল্লার দাউদকান্দিতে
১৬. আশুগঞ্জ সার কারখানায় কোন কোন গ্যাস ক্ষেত্রে থেকে গ্যাস ব্যবহার করা হয়?
ক. তিতাস, হবিগঞ্জ
খ. রশিদপুর ও বিবিয়ানা
গ. তিতাস, রশিদপুর
ঘ. মেঘনা, কামতা
১৭. বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বেশি রপ্তানি আয় হয় কোন শিল্প থেকে?
ক. পাট খ. চা
গ. গার্মেন্টস ঘ. চামড়া
১৮. পোশাকশিল্পের বাণিজ্য বৃদ্ধির জন্য সরকার দেশের বিভিন্ন স্থানে কী স্থাপন করেছে?
ক. EPZ খ. BCIC
গ. EPG ঘ. EPI
১৯. GMP এর কারণে কোন শিল্প বাংলাদেশে দ্রুত প্রসার লাভ করেছে?
ক. পাট খ. পোশাক
গ. ওষুধ ঘ. সিমেন্ট
২০. কর্ণফুলী ফার্টিলাইজারে কোন জাতীয় সার তৈরি হয়?
ক. টিএসপি খ. ইউরিয়া
গ. অ্যামোনিয়া ঘ. জৈব সার
সঠিক উত্তর
অধ্যায় ৬: ১১.খ ১২.ঘ ১৩.ক ১৪.ক ১৫.খ ১৬.ক ১৭.গ ১৮.ক ১৯.গ ২০.খ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)