এসএসসি ২০২৩ - ব্যবসায় উদ্যোগ | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৩
১১. আত্মকর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তির সবচেয়ে বড় মূলধন কী?
ক. অর্থ খ. যোগ্যতা
গ. দক্ষতা ঘ. ব্যক্তিত্ব
১২. বেকার যুবসমাজকে জীবন ও জীবিকা সম্পর্কে প্রশিক্ষণ দেয় নিচের কোনটি?
ক. ব্যাংক খ. বিদ্যালয়
গ. এনজিও ঘ. উপজেলা পরিষদ
১৩. দেশের মোট শ্রমশক্তির কত অংশ যুবক-যুবতী?
ক. অর্ধেক
খ. এক-তৃতীয়াংশ
গ. চার ভাগের এক ভাগ
ঘ. এক-পঞ্চমাংশ
১৪. কর্মসংস্থানকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
ক. পাঁচ খ. চার
গ. তিন ঘ. দুই
১৫. নট্রামস কোন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত?
ক. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
খ. শিক্ষা মন্ত্রণালয়
গ. শিল্প মন্ত্রণালয়
ঘ. পর্যটন মন্ত্রণালয়
১৬. দেশের প্রতিটি থানায় কোনটির কেন্দ্র রয়েছে?
ক. নট্রামস খ. যুব প্রশিক্ষণ কেন্দ্র
গ. বিআরডিবি ঘ. বিআইএম
১৭. বিআরডিবি কোন ধরনের লোকদের প্রশিক্ষণ দেয়?
ক. দুস্থ ও ভূমিহীনদের
খ. ভূমিহীনদের
গ. দুস্থদের
ঘ. মহিলাদের
১৮. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন ২০১০ অনুযায়ী বাংলাদেশের মোট কর্মহীন লোকের সংখ্যা কত?
ক. ৬ লক্ষ খ. ১৬ লক্ষ
গ. ২৬ লক্ষ ঘ. ৩৬ লক্ষ
১৯. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্রে নির্বাচনে বিবেচনা করতে হয়—
i. সঠিক পণ্য
ii. মুনাফার নিশ্চয়তা
iii. পণ্যের চাহিদা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত?
ক. চাকরি খ. শিক্ষকতা
গ. ডাক্তারি ঘ. এপিকালচার
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১১.গ ১২.গ ১৩.খ ১৪.গ ১৫.খ ১৬.খ ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.ঘ
মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা