তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

১৩৬. বাস টপোলজিতে—

i. কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে

ii. মূল কেব্​ল ব্যাকবোন

iii. রিপিটার ব্যবহার করা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩৭. বাস টপোলজির ক্ষেত্রে প্রযোজ্য—

i. একই ধরনের নেটওয়ার্কে ভিন্ন ধরনের কেব্​ল ব্যবহৃত হয়

ii. সার্ভার কম্পিউটারের প্রয়োজন নেই

iii. কোনো কম্পিউটার নষ্ট হলে নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটারের সমস্যা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩৮. স্টার টপোলজিতে—

i. কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে

ii. সংকেত প্রবাহ দ্বিমুখী হয়

iii. অপেক্ষাকৃত দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪০. ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য—

i. ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সেবা প্রদান

ii. ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী রিসোর্স ব্যবহার

iii. ব্যবহার যা–ই হোক, ব্যয় নির্দিষ্ট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪১. রিং টপোলজিতে—

i. প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান

ii. কেন্দ্রীয় সার্ভারের প্রয়োজন হয়

iii. সমস্যা চিহ্নিতকরণ বেশ জটিল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ১৩৬.গ ১৩৭.ক ১৩৮.ঘ ১৩৯.ঘ ১৪০.ক ১৪১.খ

এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা