তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

নিচের উদ্দীপকের আলোকে ১২৯ ও ১৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

কামাল সাহেব অফিসের বিভিন্ন শাখায় তথ্য আদান–প্রদানের জন্য কয়েকটি কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করলেন। তারপর তিনি ডেটার গতি বৃদ্ধির জন্য কমিউনিকেশনের মাধ্যম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

১২৯. উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি?

ক. PAN খ. LAN

গ. MAN ঘ. WAN

১৩০. কামাল সাহেবের সিদ্ধান্তের ফলাফল কী হবে?

ক. বাস্তবায়নের খরচ হ্রাস পাবে

খ. ব্যান্ডউইডথ বৃদ্ধি পাবে

গ. বেশি শক্তি ব্যবহৃত হবে

ঘ. প্রতিস্থাপন সহজ হবে

১৩১. একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস কম্পিউটারের সঙ্গে একাধিক কম্পিউটার সংযুক্ত হওয়ার সংগঠনের নাম কী?

ক. বাস টপোলজি খ. স্টার টপোলজি

গ. রিং টপোলজি ঘ. মেশ টপোলজি

১৩২. LAN–এর টপোলজি সাধারণত হয়ে থাকে–

i. বাস টপোলজি

ii. স্টার টপোলজি

iii. রিং টপোলজি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকের আলোকে ১৩৩ ও ১৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

একটি রুমে থাকা ল্যাপটপগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়।

১৩৩. উদ্দীপকে উল্লেখিত নেটওয়ার্ক কোনটি হবে?

ক. WPAN খ. WLAN

গ. WMAN ঘ. WWAN

১৩৪. উদ্দীপকের নেটওয়ার্কটির ল্যাপটপগুলো সংযুক্ত—

i. কেব্​্লের মাধ্যমে

ii. ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে

iii. ওয়াইফাইয়ের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩৫. কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে transmission delay time বৃদ্ধি পায়—

i. বাস টপোলজিতে

ii. স্টার টপোলজিতে

iii. রিং টপোলজিতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ১২৯.গ ১৩০.খ ১৩১.খ ১৩২.ঘ ১৩৩.খ ১৩৪.গ ১৩৫.খ

এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা