অষ্টম শ্রেণি – বাংলা ২য় পত্র | বাক্য - বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

বাক্য

১. সাধারণত কোন কোন পদে বাক্য গঠিত হয়?

ক. কর্তা ও কর্ম খ. কর্তা ও ক্রিয়া

গ. শুধু ক্রিয়া ঘ. কর্তা, কর্ম ও ক্রিয়া

২. একটি আদর্শ বা সার্থক বাক্য গঠনের জন্য কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

৩. বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?

ক. আকাঙ্ক্ষা খ. আসক্তি

গ. আসত্তি ঘ. যোগ্যতা

৪. বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সংগতি ও ভাবগত মেলবন্ধনের নাম কী?

ক. আসত্তি খ. আসক্তি

গ. পূর্ণতা ঘ. যোগ্যতা

৫. ‘বাবা বাজার ইলিশ থেকে এনেছেন’— এটি যথাযথ বাক্য না হওয়ার জন্য কোন গুণের অভাব রয়েছে?

ক. আকাঙ্ক্ষা খ. আসত্তি

গ. যোগ্যতা ঘ. মাত্রা

আরও পড়ুন

৬. প্রতিটি বাক্যের কয়টি অংশ থাকে?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

৭. বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, তাকে কী বলে?

ক. আকাঙ্ক্ষা খ. উদ্দেশ্য

গ. বিধেয় ঘ. যোগ্যতা

৮. একটি উদ্দেশ্য ও একটি বিধেয় যদি অন্য কোনো বৃহত্তর বাক্যের অংশরূপে ব্যবহৃত হয়, তখন তাকে কী বলে?

ক. খণ্ডবাক্য খ. ছোট বাক্য

গ. অংশবাক্য ঘ. অঙ্গবাক্য

৯. খণ্ডবাক্য কয় প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

১০. অধীন খণ্ডবাক্য কত রকমের?

ক. ২ রকম খ. ৩ রকম

গ. ৪ রকম ঘ. ৫ রকম

সঠিক উত্তর

বাক্য: ১.ঘ ২.খ ৩.গ ৪.ঘ ৫.খ ৬.ক ৭.খ ৮.ক ৯.ক ১০.খ

শরীফুল ইসলাম শরীফ, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

আরও পড়ুন