এইচএসসি ২০২২ - পৌরনীতি ও সুশাসন ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

২১. The Republic গ্রন্থের লেখক কে?

ক. প্লেটো খ. অধ্যাপক লাস্কি

গ. অধ্যাপক গার্নার ঘ. অধ্যাপক গেটেল

২২. ‘রাষ্ট্রবিজ্ঞানে এটা ধরে নেওয়া হয় যে মানুষ রাজনৈতিক জীব। কিন্তু মানুষ কীভাবে ও কেন রাজনৈতিক জীব, সমাজবিজ্ঞানে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়।’—এ উক্তিটি কার?

ক. অধ্যাপক গার্নার খ. অধ্যাপক গেটেল

গ. ই এম হোয়াইট ঘ. এফ আই গ্রাউড

২৩. ‘শাসক যদি ন্যায়বান হন, তাহলে আইন অনাবশ্যক। আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন, তাহলে আইন নিরর্থক।’—এ উক্তিটি কার?

ক. সক্রেটিস খ. প্লেটো

গ. অ্যারিস্টটল ঘ. ম্যাকাইভার

২৪. সুনাগরিক হওয়ার শিক্ষা দান করে জ্ঞানের কোন শাখা?

ক. ইতিহাস

খ. অর্থনীতি

গ. পৌরনীতি ও সুশাসন

ঘ. নীতিশাস্ত্র

২৫. ‘সমাজবিজ্ঞানের বিষয়গুলো পৌরনীতি ও সুশাসন বা রাষ্ট্রবিজ্ঞানের সাহায্য ছাড়া আলোচনা করা সম্ভব নয়।’—এ উক্তিটি কার?

ক. মরগান ও গিডিংসের

খ. প্লেটো ও অ্যারিস্টটলের

গ. মরগান ও ম্যাকাইভারের

ঘ. গিডিংস ও গার্নারের

২৬. নাগরিকতার স্থানীয় রূপের সঙ্গে কোন প্রতিষ্ঠানটি জড়িত?

ক. আইনসভা খ. রাজনৈতিক দল

গ. মন্ত্রিসভা ঘ. ইউনিয়ন পরিষদ

২৭. নাগরিকতার জাতীয় রূপের সঙ্গে কোন প্রতিষ্ঠান জড়িত?

ক. আইনসভা খ. বিচার বিভাগ

গ. জেলা পরিষদ ঘ. রাষ্ট্র

২৮. মানুষ নিঃসঙ্গ জীবন যাপন করতে পারে না, কারণ কী?

ক. সৃষ্টির সেরা জীব বলে

খ. রাজনৈতিক জীব বলে

গ. সামাজিক জীব বলে

ঘ. অন্যের ওপর নির্ভরশীল জীব বলে

২৯. নাগরিক জীবনের সব বিষয় আলোচনা করে জ্ঞানের কোন শাখা?

ক. অর্থনীতি

খ. পৌরনীতি ও সুশাসন

গ. সমাজবিজ্ঞান

ঘ. ইতিহাস

৩০. নাগরিকের কোন ধরনের কার্যাবলি পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তুর ক্ষেত্রে প্রাধান্য লাভ করে?

ক. ধর্মীয় খ. অর্থনৈতিক

গ. রাজনৈতিক ঘ. সাংস্কৃতিক

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১.ক ২২.খ ২৩.খ ২৪.গ ২৫.ক ২৬.ঘ ২৭.ঘ ২৮.গ ২৯.খ ৩০.গ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)