সমাজকর্ম ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

১৭. রাকিব বিভিন্ন সমস্যায় জর্জরিত। রাকিব কোনটি হারিয়ে ফেলবে?

ক. নৈতিকতা খ. জ্ঞান

গ. সামাজিকতা ঘ. সহমর্মিতা

১৮. সমাজবিজ্ঞানী Francis Meril সামাজিক সমস্যাকে প্রচলিত কিসের প্রতি হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন?

ক. সামাজিক আইনের প্রতি

খ. সামাজিক প্রগতির প্রতি

গ. সামাজিক গতিশীলতার প্রতি

ঘ. সামাজিক মূল্যবোধের প্রতি

১৯. সামাজিক সমস্যা কাকে বিভক্ত করে ফেলে?

ক. ব্যক্তিকে খ. দলকে

গ. পরিবারকে ঘ. সমাজকে

২০. সামাজিক সমস্যা সব সময়ই সমাজের জন্য কেমন?

ক. ইতিবাচক খ. নেতিবাচক

গ. আশাব্যঞ্জক ঘ. কাঙ্ক্ষিত

২১. সামাজিক সমস্যার বৈশিষ্ট্য হলো—

i. অবশ্যই সমাধানযোগ্য

ii. বৃহৎ জনগোষ্ঠীর ওপর ক্ষতিকর প্রভাব ফেলে

iii. প্রকৃতিগতভাবে সৃষ্ট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. সামাজিক সমস্যা সমাজের কী বিপন্ন করে?

ক. আইন খ. প্রথা

গ. নৈতিকতা ঘ. শৃঙ্খলা

২৩. রাশেদ জেএসসি পরীক্ষায় পাস না করায় নবম শ্রেণিতে ভর্তি হতে পারেনি। এটি কোন বিষয়টিকে নির্দেশ করে?

ক. ব্যক্তিগত সমস্যা খ. দলীয় সমস্যা

গ. সমষ্টিগত সমস্যা ঘ. রাষ্ট্রীয় সমস্যা

২৪. সব সামাজিক সমস্যাই কী?

ক. জটিল খ. কঠিন

গ. দুর্বোধ্য ঘ. সমাধানযোগ্য

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১৭.ঘ ১৮.ঘ ১৯.ঘ ২০.খ ২১.ক ২২.ঘ ২৩.ক ২৪.ঘ

মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা