এসএসসি ২০২৩ - পৌরনীতি ও নাগরিকতা | অধ্যায় ১১ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১১
২১. বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কোন দিক দিয়ে প্রথম স্থান দখল করে আছে?
ক. সেনাবাহিনীর কৌশলের দিক দিয়ে
খ. সেনাবাহিনীর ব্যর্থতার দিক দিয়ে
গ. সেনাবাহিনীর সংখ্যার দিক দিয়ে
ঘ. সেনাবাহিনীর ব্যয়ভারের দিক দিয়ে
২২. কোন প্রতিষ্ঠান বাংলাদেশি শান্তিরক্ষীদের ‘The Cream of UN Peacekeepers’ বলে আখ্যায়িত করেছে?
ক. জাতিসংঘ খ. সিএনএন
গ. বিবিসি ঘ. রয়টার্স
২৩. জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর অন্যতম দেশ কোনটি?
ক. বাংলাদেশ খ. ভারত
গ. নেপাল ঘ. পাকিস্তান
২৪. কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
ক. কমনওয়েলথ খ. সার্ক
গ. জাতিসংঘ ঘ. ওআইসি
২৫. জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী গঠিত—
i. বিভিন্ন দেশের সামরিক বাহিনী নিয়ে
ii. বিভিন্ন দেশের বেসামরিক বাহিনী নিয়ে
iii. বিভিন্ন দেশের আধা সামরিক বাহিনী নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. কমনওয়েলথ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৪৯ সালে ঘ. ১৯৫০ সালে
২৭. কমনওয়েলথের আগের নাম কী ছিল?
ক. কমনওয়েলথ অব নেশনস
খ. ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস
গ. কিংডম অব কমনওয়েলথ
ঘ. ব্রিটিশ কমনওয়েলথ
২৮. কমনওয়েলথের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্কে খ. লন্ডনে
গ. জেদ্দায় ঘ. কাঠমান্ডুতে
২৯. কমনওয়েলথের সদস্যরাষ্ট্র কারা?
ক. বিশ্বের সব স্বাধীন রাষ্ট্র
খ. বিশ্বের সব মুসলিম রাষ্ট্র
গ. ব্রিটেন ও এর পূর্বতন অধীনস্ত দেশসমূহ
ঘ. ব্রিটিশ অধীনস্ত দেশসমূহ
৩০. কমনওয়েলথের মূল উদ্যোক্তা কোন দেশ?
ক. ভারত খ. পাকিস্তান
গ. যুক্তরাজ্য ঘ. বাংলাদেশ
সঠিক উত্তর
অধ্যায় ১১: ২১.গ ২২.গ ২৩.ক ২৪.গ ২৫.খ ২৬.গ ২৭.খ ২৮.খ ২৯.গ ৩০.গ
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)