অষ্টম শ্রেণি – বাংলা | তৈলচিত্রের ভূত : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

তৈলচিত্রের ভূত

৩১. নগেনের মামার বাড়ির লাইব্রেরিটি কোন আমলের ছিল?

ক. নগেনের মামার আমলের

খ. নগেনের দাদামশায়ের আমলের

গ. নগেনের বাবার আমলের

ঘ. নগেনের চাচার আমলের

৩২. আলমারি কয়েকটি কেমন ছিল?

ক. অল্প দামি আর অনেক দিনের পুরোনো

খ. দামি ও নতুন

গ. চকচকে ও দামি

ঘ. অল্প দামি কিন্তু নতুন

৩৩. নগেনের মামার তৈলচিত্রটি দেওয়ালের কোথায় ছিল?

ক. কোনায় খ. পূর্ব দিকে

গ. মাঝামাঝি ঘ. মেঝের কাছে

৩৪. তৈলচিত্রের কাছে গিয়ে নগেন কী বলেছিল?

ক. আমায় যেতে দাও মামা

খ. আমায় ক্ষমা করো মামা

গ. আমায় দোয়া করো মামা

ঘ. আমি যেন বড় হতে পারি মামা

৩৫. মামার ছবিটি কখন লাগানো হয়েছিল?

ক. মামার মৃত্যুর আগে

খ. মামার মৃত্যুর পর

গ. দাদার মৃত্যুর আগে

ঘ. নগেনের জানা ছিল না

৩৬. নগেন মামাকে ঠকিয়েছিল কী দিয়ে?

ক. অগাধ ভালোবাসা দিয়ে

খ. ভক্তি-শ্রদ্ধার ভান করে

গ. অহেতুক টাকাপয়সা দিয়ে

ঘ. পড়াশোনা না করে

৩৭. লাইব্রেরির পেছনে নগেনের মামা অর্থ ব্যয় করেননি কেন?

ক. পড়ালেখা জানতেন না বলে

খ. লাইব্রেরি সম্পর্কে জানতেন না বলে

গ. লাইব্রেরি সম্পর্কে উদাসীন ছিলেন বলে

ঘ. বই-পুস্তক পড়তেন না বলে

৩৮. নগেনের মামার লাইব্রেরির অবস্থা

কেমন ছিল?

ক. অদরকারি বইয়ে ভরা

খ. আবর্জনায় ভরা

গ. আলমারিতে ভরা

ঘ. চেয়ার–টেবিলে ভরা

৩৯. ‘প্রেতাত্মা’ মানে কী?

ক. ভ্রান্তি খ. ভূতের আত্মা

গ. ভূত ঘ. ভূতের ছায়া

৪০. ‘মরলে তো মানুষ সব জানতে পারে।’—এটা কার উক্তি?

ক. ডাক্তারের খ. মামার

গ. নগেনের ঘ. দাদামশায়ের

সঠিক উত্তর

তৈলচিত্রের ভূত: ৩১.খ ৩২.ক ৩৩.গ ৩৪.খ ৩৫.ক ৩৬.খ ৩৭.গ ৩৮.ক ৩৯.গ ৪০.গ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

আরও পড়ুন