সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
সপ্তম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৪
১. বাংলাদেশের মানুষের জীবিকার প্রধান উৎস কী?
ক. কৃষি খ. চাকরি
গ. ব্যবসা ঘ. কুটিরশিল্প
২. অর্থনৈতিক মূল্য রয়েছে এমন যেকোনো কাজ, সেবা বা বিনিময়কে কী বলে?
ক. সেবা কার্যক্রম
খ. অর্থনৈতিক কার্যক্রম
গ. বিনিময় কার্যক্রম
ঘ. আনুষ্ঠানিক কার্যক্রম
৩. অর্থনৈতিক কার্যক্রমকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৪. যেসব কাজের জন্য কোনো মজুরি নির্ধারিত নেই, সেসব কাজকে কী বলা হয়?
ক. আনুষ্ঠানিক কার্যক্রম
খ. অনানুষ্ঠানিক কার্যক্রম
গ. বিনিময় কার্যক্রম
ঘ. সেবা কার্যক্রম
৫. যেসব অর্থনৈতিক কার্যক্রম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় না, তাদের কী বলে?
ক. অনানুষ্ঠানিক কার্যক্রম
খ. সেবা কার্যক্রম
গ. বিনিময় কার্যক্রম
ঘ. কুটিরশিল্প
৬. অনুন্নত বা উন্নয়নশীল দেশের বেশির ভাগ অর্থনৈতিক কার্যক্রম কোন খাতের অন্তর্ভুক্ত?
ক. সেবা খাত
খ. বিনিময় খাত
গ. অনানুষ্ঠানিক খাত
ঘ. আনুষ্ঠানিক খাত
৭. বাংলাদেশের অর্থনীতিতে অনানুষ্ঠানিক খাতের অপর নাম কী?
ক. প্রচলিত খাত খ. প্রথাগত খাত
গ. প্রথাহীন খাত ঘ. অপ্রচলিত খাত
৮. বাংলাদেশের অর্থনীতিতে কোন খাত প্রধান ভূমিকা পালন করছে?
ক. অনানুষ্ঠানিক কার্যক্রম
খ. বিনিময় কার্যক্রম
গ. আনুষ্ঠানিক কার্যক্রম
ঘ. সেবা কার্যক্রম
৯. দেশের জাতীয় অর্থনীতিতে কারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন?
ক. ব্যবসায়ীরা খ. চাকরিজীবীরা
গ. কৃষকেরা ঘ. কামার-কুমারেরা
১০. কোন দেশ পোশাকসহ বাংলাদেশে উৎপাদিত পণ্যসামগ্রীর সবচেয়ে বড় ক্রেতা?
ক. ফ্রান্স খ. জার্মানি
গ. যুক্তরাষ্ট্র ঘ. যুক্তরাজ্য
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১.ক ২.খ ৩.ক ৪.খ ৫.ক ৬.গ ৭.খ ৮.ক ৯.গ ১০.গ
মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা