এসএসসি ২০২২ - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ১০ : বহুনির্বাচনি প্রশ্ন (১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১০

১. বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কোনটি?

ক. আধুনিকায়ন

খ. সম্পদের সুষম বণ্টন

গ. মুনাফা অর্জন

ঘ. অর্থ স্থানান্তর

২. চেক, হুন্ডি, বিনিময় বিল ইত্যাদি বাণিজ্যিক ব্যাংক কী হিসেবে ব্যবহার করে থাকে?

ক. বিনিময়ের মাধ্যম হিসেবে

খ. ঋণ আমানত সৃষ্টিতে

গ. মূলধন গঠনে

ঘ. সঞ্চয় প্রবণতা সৃষ্টি করতে

৩. বাণিজ্যিক ব্যাংককে অর্থবাজারের কী বলা হয়?

ক. মুরব্বি খ. মধ্যমণি

গ. চালিকা শক্তি ঘ. মাদার

৪. ব্যাংক কীভাবে বেশি মুনাফা অর্জন করতে পারে?

ক. অধিক তারল্য সৃষ্টি করে

খ. ব্যয় সংকোচন করে

গ. অধিক আমানত সংগ্রহ করে

ঘ. ঋণ প্রদান করে

৫. গ্রাহকের জমাকৃত অর্থ বাণিজ্যিক ব্যাংকের কী হিসেবে বিবেচিত হয়?

ক. মূলধন খ. সঞ্চয়

গ. বিনিয়োগ ঘ. আমানত

৬. বাণিজ্যিক ব্যাংক অর্থ সম্পদের মাধ্যমে অর্থনীতির সকল খাতকে সমানতালে উন্নত করে কীভাবে?

ক. অর্থনীতির স্থিতি নিশ্চিতকরণের মাধ্যমে

খ. জনকল্যাণ প্রতিষ্ঠাকরণের মাধ্যমে

গ. সম্পদের সুষম বণ্টন নিশ্চিতকরণের মাধ্যমে

ঘ. ঋণ নিয়ন্ত্রণ নীতি বাস্তবায়নের মাধ্যমে

৭. বাণিজ্যিক ব্যাংক অর্থনীতির স্থিতিশীলতায় সহায়তা করে কীভাবে?

ক. কেন্দ্রীয় ব্যাংকের ঋণনীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে

খ. প্রয়োজনমাফিক বাজারে ঋণদান করে

গ. বিভিন্ন খাতে ঋণদান করে

ঘ. কেন্দ্রীয় ব্যাংক থেকে গৃহীত ঋণের কাম্য ব্যবহার করে

৮. ব্যবসায়ীদের ঋণ দিয়ে ব্যাংক কোন ধরনের কাজে সহায়তা করে?

ক. সেবামূলক

খ. উৎপাদনমূলক

গ. পরিকল্পনামূলক

ঘ. কেনাবেচামূলক

৯. আর্থিক সচ্ছলতার সার্টিফিকেট প্রদান করে কোন ব্যাংক?

ক. কেন্দ্রীয় ব্যাংক

খ. বিশেষায়িত ব্যাংক

গ. বাণিজ্যিক ব্যাংক

ঘ. সমবায় ব্যাংক

১০. আমদানি–রপ্তানি সংক্রান্ত কার্যাবলি সম্পাদন ব্যাংকের কোন ধরনের কাজ?

ক. বিশেষ কাজ

খ. ব্যবসায়িক কাজ

গ. সামাজিক কাজ

ঘ. প্রতিনিধিত্বমূলক কাজ

১১. ব্যাংক মক্কেলের প​ক্ষে বাট্টার মাধ্যমে কোন কাজ করে থাকে?

ক. দলিলপত্র সংরক্ষণ

খ. প্রত্যয়নপত্র ইস্যু

গ. বিনিময় বিল ভাঙানো

ঘ. লকার ভাড়া

১২. অছি হিসেবে বাণিজ্যিক ব্যাংক কোন ধরনের কাজ করে?

ক. শেয়ার ক্রয় করে

খ. সিকিউরিটিজ বিক্রয় করে

গ. উত্তরাধিকারদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেয়

ঘ. সম্পত্তি বিক্রয় করে দেয়

১৩. ব্যাংক আমানতকারীদের যে হারে সুদ প্রদান করা হয় তার থেকে অধিক হারে ঋণগ্রহীতাদের নিকট থেকে সুদ আদায় করে। এ অতিরিক্ত সুদের হার ব্যাংকের কী হিসেবে বিবেচিত হয়?

ক. ঋণ-মঞ্জুরকৃত আয়

খ. কমিশন হিসেবে আয়

গ. কার্য পরিচালনাগত আয়

ঘ. শেয়ার ক্রয়-বিক্রয় মধ্যস্থতাকারী হিসেবে আয়

১৪. প্রত্যয়পত্র ইস্যু করে বাণিজ্যিক ব্যাংক কী আদায় করে?

ক. সার্ভিস চার্জ খ. কমিশন

গ. বিনিময় ঘ. সুদ

১৫. কীভাবে বাণিজ্যিক ব্যাংক অর্থ ও ঋণের সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে?

ক. ঋণের সংকোচন ও সম্প্রসারণের মাধ্যমে

খ. দীর্ঘ মেয়াদে ঋণ প্রদানের মাধ্যমে

গ. ঋণনীতি অনুসরণের মাধ্যমে

ঘ. কৃষিক্ষেত্রে ঋণ প্রদানের মাধ্যমে

১৬. বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস কয়টি?

ক. ৩টি খ. ৪টি

গ. ২টি ঘ. ৫টি

১৭. বাণিজ্যিক ব্যাংক কী বেচাকেনার মাধ্যমে মধ্যস্থতাকারী হিসেবে আয় করে থাকে?

ক. বিনিময় বিল খ. পে-অর্ডার

গ. শেয়ার ঘ. ব্যাংক ড্রাফট

১৮. বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠায় মালিকগণ মূলধন সরবরাহ করলে তা কোন ধরনের তহবিল উৎস হিসেবে বিবেচিত হবে?

ক. পরিশোধিত মূলধন খ. সংর​ক্ষিত তহবিল

গ. আমানত ঘ. ধার গ্রহণ

১৯. সংর​ক্ষিত তহবিল গঠিত হয় কীভাবে?

ক. ঋণপত্র বিক্রয় করে

খ. বিভিন্ন মেয়াদে আমানত নিয়ে

গ. কেন্দ্রীয় ব্যাংক থেকে তহবিল সংগ্রহ করে

ঘ. অর্জিত মুনাফা থেকে

২০. প্রত্যয়পত্র কার অনুকূলে ইস্যু করা হয়?

ক. সরকার খ. ব্যাংক

গ. আমদানিকারক ঘ. রপ্তানিকারক

২১. নিরীক্ষকের বিল বাণিজ্যিক ব্যাংকে কী হিসাবে ব্যবহৃত হয়?

ক. খরচের খাত খ. আয়ের খাত

গ. তহবিলের উৎস ঘ. রক্ষাকবচ

২২. বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে প্রচলন করে কোনটি?

ক. ডিবেঞ্চার খ. সঞ্চয়পত্র

গ. প্রাইজবন্ড ঘ. হুন্ডি

২৩. কোনটি বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য?

ক. কর্মসংস্থানের সৃষ্টি

খ. জনকল্যাণ

গ. সম্পদের সুষম বণ্টন

ঘ. বিনিময়ের মাধ্যম

২৪. ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের কাজ?

ক. ঋণ আমানত সৃষ্টি

খ. বিনিময় বিল ভাঙানো

গ. বিনিময়ের মাধ্যম সৃষ্টি

ঘ. অছি হিসেবে কাজ

২৫. LC-এর পূর্ণরূপ কী?

ক. Letter of Commerce

খ. Letter of Certificates

গ. Letter of Credit

ঘ. Letter of Cost

২৬. বৈদেশিক বাণিজ্যের ​ক্ষেত্রে ব্যাংকে কোন হিসাব খুলতে হয়?

ক. সঞ্চয়ী হিসাব খ. চলতি হিসাব

গ. স্থায়ী হিসাব ঘ. প্রত্যয় হিসাব

২৭. নিচের কোনটির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়?

ক. বাণিজ্য ঘাটতি খ. মুদ্রাস্ফীতি

গ. স্থিতিশীল রাজনীতি ঘ. তারল্য সংকট

উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

করিমের কাছে ৫,০০০ টাকার একটি বিল আছে, যা তিন মাস পরে মেয়াদপূর্তি হবে। কিন্তু তার আগেই টাকার প্রয়োজন হলে করিম ব্যাংকে গেল বিলটি ভাঙাতে। ব্যাংক তাকে ৪,৮০০ টাকা প্রদান করল।

২৮. করিমের ব্যাংক থেকে কম টাকা পাওয়াকে কী বলে?

ক. নগদ বাট্টাকরণ

খ. বিনিময় বিল বাট্টাকরণ

গ. ব্যবসায়ের বাট্টাকরণ

ঘ. তালিকামূল্যের বাট্টাকরণ

২৯. উপর্যুক্ত ঘটনায় ব্যাংকের মুনাফা কত?

ক. ২০০ টাকা খ. ৫০০ টাকা

গ. ৮০০ টাকা ঘ. ৪,৮০০ টাকা

৩০. বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠায় মালিকগণ মূলধন সরবরাহ করলে তা কোন ধরনের তহবিল উৎস হিসেবে বিবেচিত হবে?

ক. পরিশোধিত মূলধন

খ. সংর​ক্ষিত তহবিল

গ. আমানত

ঘ. ধার গ্রহণ

সঠিক উত্তর

অধ্যায় ১০: ১.গ ২.ক ৩.খ ৪.খ ৫.ক ৬.গ ৭.ক ৮.খ ৯.গ ১০.ঘ ১১.গ ১২.গ ১৩.গ ১৪.খ ১৫.ক ১৬.খ ১৭.গ ১৮.ক ১৯.ঘ ২০.ঘ ২১.ক ২২.ঘ ২৩.খ ২৪.গ ২৫.গ ২৬.ক ২৭.খ ২৮.খ ২৯.ক ৩০.ক

নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক, সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা