এইচএসসি ২০২৩ - বাংলা ১ম পত্র | সিরাজউদ্দৌলা : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

সিরাজউদ্দৌলা

১১. ‘অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে’—‘সিরাজউদ্দৌলা’ নাটকে সংলাপটি কার?

ক. ঘসেটি বেগমের খ. উমিচাঁদের

গ. মার্টিনের ঘ. সিরাজের

১২. নবাব সিরাজউদ্দৌলা কাকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করেছিলেন?

ক. মানিকচাঁদকে খ. উমিচাঁদকে

গ. জগৎশেঠকে ঘ. রায়দুর্লভকে

১৩. ‘রাইসুল জুহালা’ আসলে কোন ব্যক্তি?

ক. মীরমদন খ. মোহনলাল

গ. নারান সিংহ ঘ. মিরন

১৪. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে ওয়ালি খানের ‘বাঙালি কাপুরুষ নয়’—সংলাপে কী প্রকাশ পেয়েছে?

ক. স্বাজাত্যবোধ খ. ইংরেজবিদ্বেষ

গ. দেশপ্রেম ঘ. বীরত্ব

১৫. ‘নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন। ইনি কি নবাব, না ফকির’—এ কথার মধ্য দিয়ে মীরজাফর চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে?

ক. সাদাসিধে খ. দৃঢ়চিত্ত

গ. কূটকুশলী ঘ. পরনির্ভরশীল

১৬. ‘তোমার অপরাধের জন্য দণ্ডাজ্ঞা শোনাতে এসেছি’—কোন নবাবের দণ্ডাজ্ঞা?

ক. মীরজাফর খ. সিরাজউদ্দৌলা

গ. ক্লাইভ ঘ. মিরন

১৭. বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক কে?

ক. প্যারীচাঁদ মিত্র

খ. কালীপ্রসন্ন সিংহ

গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

১৮. ট্র্যাজেডি নাটক কোন রসে আচ্ছাদিত থাকে?

ক. করুণ রসে খ. শান্ত রসে

গ. মধুর রসে ঘ. বীর রসে

১৯. ‘সিরাজউদ্দৌলা’ নাটকটি কটি অঙ্ক ও দৃশ্যে রচিত?

ক. চারটি অঙ্কে বারোটি দৃশ্যে

খ. পাঁচটি অঙ্কে পনেরোটি দৃশ্যে

গ. ছয়টি অঙ্কে বারোটি দৃশ্যে

ঘ. ছয়টি অঙ্কে পনেরোটি দৃশ্যে

২০. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সমাপ্তি ঘটেছে কীভাবে?

ক. মিলনের মাধ্যমে

খ. বিরহের মাধ্যমে

গ. যন্ত্রণার মাধ্যমে

ঘ. সুখানুভূতির মাধ্যমে

সঠিক উত্তর

সিরাজউদ্দৌলা: ১১.গ ১২.ক ১৩.গ ১৪.ক ১৫.ঘ ১৬.ক ১৭.ক ১৮.ক ১৯.ক ২০.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা