সপ্তম শ্রেণি - বাংলা ১ম পত্র | আমার বাড়ি : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

আমার বাড়ি

১১. কাজলা দিঘির জল কেমন?

ক. হালকা সবুজ খ. কাজল

গ. স্বচ্ছ ঘ. গাঢ় কালো

১২. ‘আমার বাড়ি’ কবিতায় কাজলা দিঘিতে কী ভাসে?

ক. হাঁস খ. শেওলা

গ. মাছ ঘ. কচুরিপানা

১৩. কবি জসীমউদ্​দীন কী ফুলের গন্ধ শুঁকতে বলেছেন?

ক. বকুল ফুল খ. মৌরি ফুল

গ. রজনীগন্ধা ঘ. বেলি ফুল

১৪. কবি জসীমউদ্​দীন কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৯০২ সালে খ. ১৯০৩ সােল

গ. ১৯০৪ সালে ঘ. ১৯০৫ সালে

১৫. ‘আমার বাড়ি’ কবিতায় কবি ভোমরকে পিড়েয় বসতে দিয়ে কী করাবেন?

ক. গান শোনাবেন খ. গল্প করবেন

গ. জল পান করাবেন ঘ. ভাত খাওয়াবেন

১৬. ‘আমার বাড়ি’ কবিতায় কবি কোন ফুলের হাসির কথা বলেছেন?

ক. তারা ফুল খ. কদম ফুল

গ. জবা ফুল ঘ. ডালিম ফুল

১৭. কবি ভোমরকে কোথায় আঁচল পেতে শুতে বলেছেন?

ক. বাড়ির ধারে খ. খেতের ধারে

গ. পুকুরপাড়ে ঘ. বনের ধারে

১৮. ‘কবরী’ কলা কিসের জন্য বিখ্যাত?

ক. মিষ্টির জন্য খ. দামের জন্য

গ. স্বাদের জন্য ঘ. রঙের জন্য

১৯. ‘আমার বাড়ি’ কবিতাটি কবি জসীমউদ্​দীনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

ক. এক পয়সার বাঁশী খ. হাসু

গ. বালুচর ঘ. রাখালী

২০. কিসে বাঙালির সুনাম রয়েছে?

ক. উদারতায় খ. রসিকতায়

গ. অতি ভোজনে ঘ. অতিথি আপ্যায়নে

সঠিক উত্তর

আমার বাড়ি: ১১.খ ১২.ঘ ১৩.খ ১৪.খ ১৫.গ ১৬.ঘ ১৭.ঘ ১৮.গ ১৯.খ ২০.ঘ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)