অষ্টম শ্রেণি – বাংলা | ব্যাকরণ - সন্ধি : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

সন্ধি

১. ‘সন্ধি’ শব্দের অর্থ কী?

ক. চুক্তি খ. আত্মীয়তা

গ. মিলন ঘ. সন্দেহ

২. পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে কী বলে?

ক. বর্ণ খ. দ্বন্দ্ব

গ. সন্ধি ঘ. সমাস

৩. সন্ধিতে ধ্বনির কয় ধরনের মিলন হয়?

ক. চার খ. পাঁচ

গ. ছয় ঘ. সাত

৪. সন্ধির ফলে সৃষ্টি হয়—

ক. নতুন নতুন ধ্বনির

খ. নতুন নতুন শব্দের

গ. নতুন নতুন বর্ণের

ঘ. নতুন নতুন ধারণার

৫. সন্ধির ফলে ভাষা কী হয়?

ক. প্রযুক্ত খ. বিক্ষিপ্ত

গ. সংঘবদ্ধ ঘ. সংক্ষিপ্ত

৬. তত্সম শব্দের সন্ধি কোন নিয়মে হয়?

ক. বাংলার খ. সংস্কৃতের

গ. বিদেশির ঘ. দেশির

৭. সন্ধির নিয়মানুসারে অ + আ মিলে কী হয়?

ক. অ খ. আ

গ. ই ঘ. ঈ

৮. বাংলা সন্ধি কয় প্রকার?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৯. তত্সম শব্দের সন্ধি কত প্রকার?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

১০. ‘নরাধম’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. নর + অধম খ. নরঃ + অধম

গ. নরা + অধম ঘ. নরাধ + আম

সঠিক উত্তর

সন্ধি: ১.গ ২.গ ৩.ক ৪.খ ৫.ঘ ৬.খ ৭.খ ৮.ক ৯.খ ১০.ক

শরীফুল ইসলাম শরীফ, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা