বিষয়: বাংলা - পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পর্ব-৫

প্রতীকী বিলাসী ও প্রতিদানের চিত্রছবি: নাতালিয়া নাভারো ও পিকপিএক্স, কোলাজ: পড়াশোনা গ্রাফিক্স

[প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থী, গত পর্বের (পর্ব-১, পর্ব-২,পর্ব-৩পর্ব-৪) ধারবাহিকতায় আমরা আজকে বাংলা বই থেকে দুটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ ২০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেখব]

বাংলা সাহিত্যপাঠের অন্তর্ভুক্ত অপরাজেয় কথাশিল্পী শরত্চন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮) রচিত গল্প বিলাসী এবং পল্লিকবি জসীমউদ্‌দীন (১৯০৩-১৯৭৬) রচিত প্রতিদান কবিতা থেকে আজ নির্বাচিত কিছু প্রশ্ন দেওয়া হলো। আমরা ধারাবাহিকভাবে এ আলোচনা ও অনুশীলনী প্রকাশ করব।
১. ‘বিষহরির আজ্ঞা’ কী?
A. মন্ত্র B. বাণী C. ধুয়া D. পুঁথি

২. ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয় কত দিন অজ্ঞান–অচৈতন্য অবস্থায় পড়ে ছিল?
A. ১৫-২০ দিন

B. ১০-১৫ দিন

C. ৫-৭ দিন

D. ১০-১২ দিন

৩. ‘মহত্ত্বের কাহিনি আমদের অনেক আছে।’—এখানে ‘মহত্ত্ব’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
A. ব্যাঙ্গার্থে

B. প্রশংসার্থে

C. ক্ষোভার্থে

D. নিন্দার্থে

৪. ‘চার ক্রোশ পথ ভেঙে স্কুলে যাতায়াত করতে হয়’—এক ক্রোশে কত মাইল?
A. ১ মাইল

B. ২ মাইল

C. ২.৫ মাইল

D. ১.৫ মাইল

৫. ‘বিলাসী’ গল্পটি প্রথম প্রকাশিত হয় মাসিক ‘ভারতী’ পত্রিকার কোন সংখ্যায়?
A. বৈশাখ ১৩২৫

B. জ্যৈষ্ঠ ১৩২৫

C. বৈশাখ ১৩২৬

D. জ্যৈষ্ঠ ১৩২৬

৬. ন্যাড়ার মাদুলি-কবচ মৃত্যুঞ্জয়ের মৃত্যুর সঙ্গে কোথায় গিয়েছিল?
A. শ্মশানে

B. জাহান্নামে

C. কবরে

D. নদীগর্ভে

৭. কোনটি শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়?
A. পল্লী সমাজ

B. দেনাপাওনা

C. নৌকাডুবি

D. গৃহদাহ

৮. ‘রম্ভার কাঁদি’ শব্দের অর্থ—
A. ব্যথিত

B. অশ্রু সজল

C. কলার ছড়া

D. বেতের ছড়া

৯. ‘বিলাসী’ গল্পে সাপ ধরার বায়না এলে বিলাসী কী করত?
A. উত্সাহ দিত

B. নিরুত্সাহিত করত

C. বাধা দিত

D. ভয় দেখাত

১০. ‘উচ্ছুগ্য’ শব্দের অর্থ—
A. উচ্ছন্ন

B. উত্সব

C. উচ্ছৃঙ্খল

D. উত্সর্গ

১১. মৃত্যুঞ্জয়ের আমবাগানের আয়তন—
A. দশ-পনের বিঘা

B. কুড়ি-পঁচিশ বিঘা

C. পঁচিশ-তিরিশ বিঘা

D. তিরিশ-চল্লিশ বিঘা

১২. ‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর’—এ  পঙ্‌ক্তিতে কী বোঝানো হয়েছে?
A. পরোপকার

B. সর্বংসহা মনোভাব

C. আত্মগ্লানি

D. কৃতজ্ঞতাবোধ

১৩. জসীমউদ্‌দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত  হয়েছে?  
A. ধানখেত

B. রাখালি

C. নক্সী কাঁথার মাঠ

D. বালুচর  

১৪. কবি কাকে আপন করতে কেঁদে বেড়ান?  
A. যে তাঁকে পর করেছে

B. যে তাঁকে আপন করেছে

C. যে তাঁকে ভালোবেসেছে

D. যে তাঁকে আশ্রয় দিয়েছে

১৫. ‘যে মোরে করিল পথের বিবাগী’—এ পঙ্‌ক্তির পরবর্তী চরণ কী?
A. পথে পথে আমি ফিরি তার লাগি

B. পথে ঘাটে আমি ফিরি তার লাগি

C. পথ হতে পথে ফিরি তার লাগি  

D. পথে পথে ফিরি তার লাগি

১৬. কবি কার জন্য কাঁদেন?  
A. যে কবিকে আঘাত করেছে

B. যে কবির কূল ভেঙেছে

C. যে কবির ঘর ভেঙেছে  

D. যে বিষে-ভরা বাণ দিয়েছে

১৭. ‘যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ, আমি দেই তারে বুকভরা গান’—এ পঙ্‌ক্তিতে কী বোঝানো হয়েছে?  
A. আত্মত্যাগ

B. পারস্পরিক সৌহার্দ

C. বোকামি

D. সর্বংসহা মনোভাব

১৮. ‘প্রতিদান’ কবিতায় উল্লিখিত ‘বাণ’ কেমন?  
A. বিষাক্ত

B. সোহাগ-জড়ানো

C. স্নেহমাখা

D. সুতীব্র

১৯. ‘প্রতিদান’ কবিতায় সোহাগ জড়ানো কী?  
A. ঘর

B. ফুল-মালঞ্চ

C. কবর

D. বাণ

২০. ‘বিবাগী’ শব্দের অর্থ কী?
A. নিষ্ঠুর

B. উদাসীন

C. অনুরাগ

D. করুণা


আগামী পর্বে থাকবে—মানব কল্যাণ, তাহারেই পড়ে মনে


উত্তরমালা
১। A. মন্ত্র ২। B. ১০-১৫ দিন ৩। A. ব্যাঙ্গার্থে ৪। B. ২ মাইল ৫। A. বৈশাখ ১৩২৫ ৬। C. কবরে ৭। C. নৌকাডুবি ৮। C. কলার ছড়া ৯। C. বাধা দিত ১০। D. উত্সর্গ ১১। B. কুড়ি-পঁচিশ বিঘা ১২। A. পরোপকার ১৩। C. নক্সী কাঁথার মাঠ ১৪। A. যে তাঁকে পর করেছে ১৫। A. পথে পথে আমি ফিরি তার লাগি ১৬। A. যে কবিকে আঘাত করেছে  ১৭। A. আত্মত্যাগ ১৮ । A. বিষাক্ত ১৯। B. ফুল-মালঞ্চ ২০। B. উদাসীন

রাহাদ হোসেন (প্রাক্তন শিক্ষার্থী,ঢাবি), প্রভাষক, স্কুল অব জেনারেল এডুকেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা