এইচএসসি ২০২২ - ভূগোল ২য় পত্র | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

৩১. সুনামগঞ্জের চুনাপাথর কোন সিমেন্ট ফ্যাক্টরিতে ব্যবহৃত হয়?

ক. হোলসিম খ. ছাতক

গ. কনফিডেন্স ঘ. জয়পুরহাট

৩২. লৌহ ও ইস্পাত রপ্তানিতে শীর্ষে রয়েছে কোন দেশ?

ক. জাপান খ. চীন

গ. যুক্তরাষ্ট্র ঘ. যুক্তরাজ্য

৩৩. কোন ধরনের জলবায়ু কার্পাস বয়নশিল্পের জন্য বিশেষ উপযোগী?

ক. আর্দ্র খ. শুষ্ক

গ. উষ্ণ ঘ. নাতিশীতোষ্ণ

৩৪. কোন ধরনের আবহাওয়ায় তুলার আঁশ ছিঁড়ে যায়?

ক. শুষ্ক খ. বৃষ্টিবহুল

গ. উত্তপ্ত ঘ. আর্দ্র

৩৫. বাংলাদেশের প্রথম সার কারখানা কোনটি?

ক. ফেঞ্চুগঞ্জ খ. ঘোড়াশাল

গ. আশুগঞ্জ ঘ. যমুনা

৩৬. রাজনৈতিক স্থিতিশীলতা কিসের জন্য প্রয়োজন?

ক. চাকরি খ. খেলাধুলা

গ. শিল্পায়ন ঘ. কৃষিকাজ

৩৭. চিনিশিল্পের প্রধান কাঁচামাল কোনটি?

ক. আখ খ. তাল

গ. নারকেল ঘ. খেজুর

নিচের উদ্দীপকটি পড়ে ৩৮ ও ৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

শাহেদ সাহেব ব্যবসার কাজে যুক্তরাষ্ট্রে গিয়ে জানতে পারলেন, লোহা ও ইস্পাত শিল্পে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য স্থান দখল করেছে। ক্লিভল্যান্ড, ডুলুথ, ইস্টন প্রভৃতি স্থানে লোহা ও ইস্পাতশিল্প গড়ে উঠেছে।

৩৮. উদ্দীপকে উল্লিখিত দেশের লোহা ও ইস্পাতশিল্পের উন্নতির পেছনে কোন তথ্যটি সঠিক?

ক. কাঁচামালের সহজপ্রাপ্যতা

খ. প্রতিকূল জলবায়ু

গ. শ্রমিকের অপর্যাপ্ততা

ঘ. রাজনৈতিক অস্থিতিশীলতা

৩৯. উক্ত দেশের গুরুত্বপূর্ণ লোহা-ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে যে অঞ্চলে—

i. টেক্সাস

ii. শিকাগো-গ্যারি

iii. পিটসবার্গ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০. পশমশিল্পের জন্য কোন ধরনের জলবায়ু প্রয়োজন?

ক. আর্দ্র খ. মেঘশূন্য

গ. শুষ্ক ঘ. উষ্ণ

সঠিক উত্তর

অধ্যায় ৬: ৩১.খ ৩২.খ ৩৩.ক ৩৪.ক ৩৫.ক ৩৬.গ ৩৭.ক ৩৮.ক ৩৯.গ ৪০.ক

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)