অধ্যায় ৮
১৪. পাতার গ্রাউন্ড টিস্যু কী নামে পরিচিত?
ক. মেসোফিল খ. ক্যাসপেরিয়ান
গ. প্রোটোডার্ম ঘ. কর্টেক্স
১৫. চিত্রে প্রদর্শিত ভাস্কুলার বান্ডেলটি (পরিবহন কলাগুচ্ছে) কোন ধরনের?
ক. কেন্দ্রিক খ. অরীয়
গ. সমপার্শ্বীয় ঘ. সমদ্বিপার্শ্বীয়
১৬. নিচের কোন উদ্ভিদ লেপ্টোসেন্ট্রিক?
ক. Pteris খ. Selaginella
গ. Semiberbula ঘ. Yucca
১৭. কোনটি এপিব্লেমার কাজ?
ক. খাদ্য সঞ্চয় করা খ. মূলের কাঠামো গঠন করা
গ. খনিজ লবণ শোষণ করা ঘ. দৃঢ়তা প্রদান করা
১৮. হ্যাড্রোসেন্ট্রিক কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল থাকে—
i. Selaginella
ii. Lycopodium
iii. Dracaena
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য—
i. বহিঃত্বকে কিউটিকল উপস্থিত ii. পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত
iii. পরিবহন কলাগুচ্ছ অরীয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২০. পেরিসাইকল সাধারণত অনুপস্থিত থাকে—
i. নগ্নবীজীর কাণ্ডে ii. আবৃতবীজীর কাণ্ডে
iii. দ্বিবীজপত্রীর কাণ্ডে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. ভাজক টিস্যুর বৈশিষ্ট্য—
i. কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত
ii. সাইটোপ্লাজম ঘন
iii. কোষগহ্বর বড়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. ক্যাম্বিয়াম টিস্যুর বৈশিষ্ট্য—
i. কোষের নিউক্লিয়াস বৃহৎ এবং ঘন সাইটোপ্লাজমযুক্ত
ii. আন্তকোষীয় ফাঁক থাকে না
iii. কোষগুলো আয়তাকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. হাইডাথোড থেকে ক্ষরিত পানিতে দ্রবীভূত থাকে—
i. নাইট্রোজেন ii. খনিজ লবণ
iii. শর্করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শ্রেণিশিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টিলীয় অঞ্চলের একটি স্তর নিয়ে আলোচনা করছিলেন। তিনি বললেন, এটি কর্টেক্সের সবচেয়ে ভেতরের স্তর।
২৪. উদ্দীপকে বর্ণিত স্তর কোনটি?
ক. হাইপোডার্মিস খ. কর্টেক্স
গ. এন্ডোডার্মিস ঘ. পেরিসাইকল
২৫. এ স্তরের কোষগুলোয় প্রচুর স্টার্চের দানা থাকায়—
i. এ স্তরকে স্টার্চ সিথ বলে ii. এরা ভান্ডার কোষ হিসেবে কাজ করে
iii. ভেসেলে সহজে বাতাস ঢুকতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের চিত্রটি দেখে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
২৬. ওপরের চিত্রের উদ্ভিদ অংশের ক্ষেত্রে প্রযোজ্য—
i. জাইলেম এক্সার্ক ii. পেরিসাইকল এক স্তরবিশিষ্ট
iii. হাইপোডার্মিস অনুপস্থিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. ওপরের চিত্র পাওয়া যাবে কোনটিতে?
ক. ধানের কাণ্ডে খ. ঢ্যাঁড়সের মূলে
গ. গমের মূলে ঘ. জবার মূলে
অনুচ্ছেদটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সিমা একটি নমুনার প্রস্থচ্ছেদ যথা নিয়মে তৈরি করার পর স্লাইড পর্যবেক্ষণ করে দেখল, এর ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্তভাবে ছড়ানো। সে আরও দেখল, এর ভেসেলগুলো Y আকারে সজ্জিত।
২৮. সিমা কী দেখল?
ক. একবীজপত্রী উদ্ভিদের মূল খ. একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড
গ. দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল ঘ. দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড
২৯. সিমার দেখা নমুনাটির—
i. ভাস্কুলার বান্ডল অরীয় ii. জাইলেম এন্ডার্ক
iii. ভাস্কুলার বান্ডল সংযুক্ত ও বদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. মূলের এপিব্লেমা কোন কোষ নিয়ে গঠিত?
ক. প্যারেনকাইমা খ. কোলেনকাইমা
গ. স্ক্লেরেনকাইমা ঘ. অ্যারেনকাইমা
সঠিক উত্তর
অধ্যায় ৮: ১৪. ক ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. ক ২১. ক ২২. ঘ ২৩. গ ২৪. গ ২৫. ক ২৬. ঘ ২৭. গ ২৮. খ ২৯. গ ৩০. ক
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা