অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র | অতিথির স্মৃতি : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অতিথির স্মৃতি

১১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?

ক. ১৯৩৫ খ. ১৯৩৬

গ. ১৯৩৭ ঘ. ১৯৩৮

১২. বাতব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে?

ক. সন্ধ্যার পূর্বে খ. সন্ধ্যার পরে

গ. বিকেলবেলা ঘ. গোধূলিবেলা

১৩. আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কী বোঝানো হয়েছে?

i. কোনো তিথি না মেনে কারোর আগমনকে

ii. মাত্রাতিরিক্ত সময় আতিথেয়তা গ্রহণ করাকে

iii. অবাঞ্ছিত কোনো অতিথির অধিক সময় অবস্থানকে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মা–বাবার আদরের দুই ছেলে রাহি ও মাহি এবার দ্বিতীয় শ্রেণিতে পড়ে। ওদের বাবা একদিন ছোট্ট একটি খাঁচায় একটি ময়না পাখি কিনে ওদের উপহার দেন। সেই থেকে সারাক্ষণ দুই ভাই প্রতিযোগিতা করে পাখিটিকে খাবার দেওয়া, পানি দেওয়া, কথা বলা আর কথা শেখানোর আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। কিন্তু একদিন সকালে দেখে, ইঁদুর এসে রাতে পাখিটাকে মেরে ফেলেছে। সেই থেকে যে তাদের অঝোর ধারায় কান্না, কেউ আর থামাতেই পারে না। ময়নাটির কথা মনে পড়লেই ওরা কেঁদে ওঠে।

১৪. উদ্দীপকে ‘অতিথির স্মৃতি’ গল্পের যে ভাব প্রকাশ পেয়েছে—

i. পশুপাখির সঙ্গে মানুষের স্বাভাবিক সম্পর্ক

ii. পশুপাখির সঙ্গে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক

iii. ভালোবাসায় সিক্ত পশুপাখির বিচ্ছেদবেদনা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫. উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন বাক্যে প্রকাশ পেয়েছে?

ক. বাড়িতে ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না

খ. আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিত হয়ে বসে আছে

গ. অতএব আমার অতিথি করে উপবাস

ঘ. আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাসনে বুঝলি!

১৬. ‘অতিথির স্মৃতি’ গল্পটি কোন গল্পটির ঈষৎ পরিমার্জিত রূপ?

ক. অতিথির কীর্তি

খ. দেওঘরের স্মৃতি

গ. অতিথির স্মৃতি

ঘ. দেওঘরের কীর্তি

১৭. লেখক কেন দেওঘরে এসেছিলেন?

ক. গল্প লেখার জন্য

খ. বায়ু পরিবর্তনের জন্য

গ. তীর্থ ভ্রমণের জন্য

ঘ. সুচিকিৎসার জন্য

১৮. লেখক কার আদেশে দেওঘরে এসেছিলেন?

ক. চিকিৎসকের খ. অতিথির

গ. বামুন ঠাকুরের ঘ. চাকরদের

১৯. রাত্রি কয়টা থেকে এক লোক গলাভাঙা সুরে ভজন শুরু করত?

ক. দুটো খ. তিনটে

গ. চারটে ঘ. পাঁচটা

২০. নিচের কোনটি শোথজাতীয় রোগ?

ক. বাত খ. বেরিবেরি

গ. হাঁপানি ঘ. গলগণ্ড

সঠিক উত্তর

অতিথির স্মৃতি: ১১.ঘ ১২.ক ১৩.গ ১৪.গ ১৫.ক ১৬.খ ১৭.খ ১৮.ক ১৯.খ ২০.খ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)