এসএসসি ২০২৩ - পৌরনীতি ও নাগরিকতা | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

৩১. তথ্য হচ্ছে—

i. কোনো প্রতিষ্ঠানের গঠন কাঠামো

ii. কোনো প্রতিষ্ঠানের হিসাব বিবরণী

iii. কোনো প্রতিষ্ঠানের তথ্য–উপাত্ত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩২. রাষ্ট্র নাগরিকদের অনুগত ও দায়িত্বশীল করে তোলে কীভাবে?

ক. অধিকার প্রদানের মাধ্যমে

খ. বলপ্রয়োগের মাধ্যমে

গ. অর্থের বিনিময়ে

ঘ. নৈতিকতার মাধ্যমে

৩৩. অধিকার ভোগ করতে গিয়ে নাগরিকেরা যেসব দায়িত্ব পালন করেন, তাকে কী বলে?

ক. নাগরিকতা খ. সামাজিকতা

গ. কর্তব্য ঘ. নৈতিকতা

৩৪. নাগরিকের কর্তব্য প্রধানত কত প্রকার?

ক. দুই প্রকার খ. তিন প্রকার

গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার

৩৫. রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত থাকে কোন ধরনের কর্তব্য?

ক. সামাজিক খ. নৈতিক

গ. আইনগত ঘ. অর্থনৈতিক

৩৬. রাষ্ট্র ও নাগরিকদের কল্যাণের জন্য অপরিহার্য কোনটি?

ক. নৈতিক কর্তব্য পালন করা

খ. আনুগত্য প্রদর্শন করা

গ. আইনগত কর্তব্য পালন করা

ঘ. সংহতি প্রকাশ করা

৩৭. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ নাগরিকের কোন ধরনের কর্তব্য?

ক. নৈতিক খ. ব্যক্তিগত

গ. আইনগত ঘ. অর্থনৈতিক

৩৮. কোন কর্তব্য পালনে ব্যর্থ হলে নাগরিককে শাস্তি পেতে হয়?

ক. সামাজিক খ. রাজনৈতিক

গ. অর্থনৈতিক ঘ. আইনগত

৩৯. কে নাগরিকদের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ কর আরোপ করে?

ক. সমাজ খ. সরকার

গ. জনগণ ঘ. রাষ্ট্র

৪০. নাগরিকদের বিবেক ও সামাজিক ন্যায়বোধ থেকে সৃষ্টি হওয়াকে কী ধরনের কর্তব্য বলা হয়?

ক. আইনগত খ. নৈতিক

গ. মানবিক ঘ. সামাজিক

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩১.ঘ ৩২.ক ৩৩.গ ৩৪.ক ৩৫.গ ৩৬.গ ৩৭.গ ৩৮.ঘ ৩৯.খ ৪০.খ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা