এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান : বহুনির্বাচনি প্রশ্ন

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

১. নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত ও পাস বইয়ের উদ্বৃত্তের গরমিলের কারণ কোনটি?

ক. ব্যাংক জমাকৃত চেক যথাসময়ে আদায় করেছে

খ. ব্যাংক কর্তৃক পরিশোধিত প্রদেয় বিল যথাযথভাবে উভয় বইতে লিপিবদ্ধ হয়েছে

গ. ব্যাংক কর্তৃক আদায়কৃত লভ্যাংশ যথাযথভাবে উভয় বইতে লিপিবদ্ধ হয়েছে

ঘ. ইস্যুকৃত চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি

২. নিচের কোন আইটেমের জন্য আমানতকারীর বইতে জাবেদা লিখনের প্রয়োজন হয়?

ক. ব্যাংকের ভুল

খ. ট্রানজিটে জমা

গ. বকেয়া চেক

ঘ. ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ

৩. নিচের কোনটির জন্য আমানতকারীর বইতে জাবেদা দাখিলা প্রয়োজন হয় না?

ক. ব্যাংকের ভুল

খ. ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়

গ. ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ

ঘ. ব্যাংক কর্তৃক প্রদত্ত বিমা প্রিমিয়াম

৪. উভয় জের সংশোধনী পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণীতে বকেয়া চেকগুলো কী করা হয়?

ক. ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে যোগ করা হয়

খ. নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে যোগ করা হয়

গ. ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত থেকে বিয়োগ করা হয়

ঘ. নগদান বইয়ের উদ্বৃত্ত থেকে বিয়োগ করা হয়

৫. উভয় ব্যালেন্স সংশোধনী পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময় ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ কী করা হয়?

ক. নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে যোগ করা হয়

খ. ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত থেকে বিয়োগ করা হয়

গ. নগদান বইয়ের উদ্বৃত্ত থেকে বিয়োগ করা হয়

ঘ. ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে যোগ করা হয়

৬. উভয় ব্যালেন্স সংশোধনী পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণের সময় ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত থেকে নিচের কোনটি বিয়োগ করা হয়?

ক. বকেয়া চেকসমূহ

খ. টাকা নেই বলে ফেরত চেকসমূহ

গ. ট্রানজিটে জমা

ঘ. ব্যাংক সার্ভিস চার্জ

৭. NSF চেক বা প্রত্যাখ্যাত চেকের জন্য নগদান বইতে কী জাবেদা দাখিলা হবে?

ক. দেনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট

খ. ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট

গ. পাওনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট

ঘ. ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

৮. জমাকৃত চেক ভুলক্রমে নগদান বইতে কম দেখানো হলে, কী জাবেদা দাখিলা দিতে হবে?

ক. ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

খ. নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট

গ. দেনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট

ঘ. ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট

৯. ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন?

ক. আমানতকারী খ. নিরীক্ষক

গ. ব্যাংক ঘ. পাওনাদার

১০. NSF চেক ব্যাংক সমন্বয় বিবরণীতে কী করতে হয়?

ক. নগদান বহির ব্যাংক উদ্বৃত্তের সাথে যোগ

খ. নগদান বহির ব্যাংক উদ্বৃত্ত থেকে বিয়োগ

গ. ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে যোগ

ঘ. ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত থেকে বিয়োগ

১১. ব্যাংক সঞ্চয় বিবরণীতে ‘ইস্যুকৃত চেক’ ব্যাংকে উপস্থাপিত না হয়ে থাকলে কী করতে হবে?

ক. নগদান বহির ব্যাংক উদ্বৃত্তের সাথে যোগ হবে

খ. ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে যোগ হবে

গ. নগদান বহির ব্যাংক উদ্বৃত্ত থেকে বাদ যাবে

ঘ. ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত থেকে বাদ যাবে

১২. নগদান বইয়ের ব্যাংক কলামের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কী বোঝানো হয়?

ক. ব্যাংক থেকে উত্তোলন

খ. ব্যাংক জমার উদ্বৃত্ত

গ. ব্যাংক চার্জ

ঘ. ব্যাংক জমাতিরিক্ত

১৩. ব্যাংক হিসাব সাধারণত কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

১৪. ব্যাংক সমন্বয় তৈরিতে নিচের কোনটি বিবেচিত হয় না?

ক. ব্যাংক কর্তৃক চার্জকৃত আদায় খরচ

খ. ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান

গ. দেনাদারের নিকট থেকে নগদ প্রাপ্তি

ঘ. দেনাদারের নিকট থেকে ব্যাংক কর্তৃক সরাসরি আদায়

১৫. উদ্বৃত্তপত্রে চলতি কোনটি সঠিকতা পরীক্ষার জন্য ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়?

ক. নগদ উদ্বৃত্তের

খ. ব্যাংক উদ্বৃত্তের

গ. চলতি সম্পদের

ঘ. তরল সম্পদের

১৬. ব্যাংক–সংক্রান্ত লেনদেন সংঘটিত হওয়ার পরপর ব্যক্তি বা প্রতিষ্ঠান ওই লেনদেন তার নগদান বইয়ে কোথায় লিপিবদ্ধ করে থাকেন?

ক. নগদ কলামে

খ. ব্যাংক কলামে

গ. নগদ ও ব্যাংক কলামে

ঘ. সম্পদ কলমে

১৭. ব্যাংক বিবরণীতে কে লেনদেন লিপিবদ্ধ করে?

ক. ব্যাংক খ. আমানতকারী

গ. দেনাদার ঘ. পাওনাদার

১৮. ব্যাংক বিবরণী কোন ছকে প্রস্তুত করা হয়?

ক. জাবেদা ছকে

খ. T ছকে

গ. নগদান বই ছকে

ঘ. চলমান জের ছকে

১৯. আমানতকারীর উত্তোলন ব্যাংক বিবরণীর কোথায় লিপিবদ্ধ করা হয়?

ক. ডেবিটে

খ. ক্রেডিটে

গ. ব্যাংক কলামে

ঘ. নগদ কলামে

২০. ব্যাংকে টাকা জমা দেওয়া হলে ব্যাংক বিবরণীতে ক্রেডিট দেখানো হয় কেন?

ক. ব্যাংক সম্পদ হ্রাস পায়

খ. ব্যাংক দায় বৃদ্ধি পায়

গ. ব্যাংকের আয় বদ্ধি পায়

ঘ. ব্যাংকের ব্যয় হ্রাস পায়

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১.ঘ ২.ঘ ৩.ক ৪.গ ৫.ক ৬.ক ৭.ক ৮.গ ৯.ক ১০.খ ১১.ক ১২.ঘ ১৩.খ ১৪.গ ১৫.খ ১৬.খ ১৭.ক ১৮.ঘ ১৯.ক ২০.ঘ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা