জীববিজ্ঞান - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

১৯. কোনটিতে নিউক্লিয়াস অনুপস্থিত?

ক. শ্বেত রক্তকণিকায় খ. লোহিত রক্তকণিকায়

গ. অণুচক্রিকায় ঘ. স্নায়ুকোষে

২০. শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত দিন?

ক. ১–৭ দিন খ. ১–১৫ দিন

গ. ১–১৭ দিন ঘ. ১–২৫ দিন

২১. প্রস্বেদনকে ‘প্রয়োজনীয় ক্ষতি’ নামে অভিহিত করেছেন কোন বিজ্ঞানী?

ক. বিজ্ঞানী কার্টিস খ. বিজ্ঞানী কুরী

গ. বিজ্ঞানী মেন্ডেল ঘ. বিজ্ঞানী নিউটন

২২. মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করেছেন কোন বিজ্ঞানী?

ক. বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার

খ. বিজ্ঞানী কুরি

গ. বিজ্ঞানী মেন্ডেল

ঘ. বিজ্ঞানী নিউটন

২৩. সর্বজনীন রক্তদাতা গ্রুপ কোনটি?

ক. A খ. B

গ. AB ঘ. O

আরও পড়ুন

২৪. মুক্তির রক্তে কোনো অ্যান্টিজেন নেই, কিন্তু a, b অ্যান্টিবডি আছে। সে—

i. রক্ত নিতে পারবে AB গ্রুপ থেকে

ii. রক্ত নিতে পারবে O গ্রুপ থেকে

iii. রক্ত দিতে পারবে সব গ্রুপকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. কোনটিতে অধিক মাত্রায় কোলেস্টেরল উপস্থিত?

ক. রুটি খ. শসা

গ. ঝিনুক ঘ. ছোট মাছ

২৬. প্রসবকালীন উচ্চ রক্তচাপজনিত সমস্যাকে কী বলে?

ক. অস্টিওম্যালেশিয়া

খ. একলামশিয়া

গ. লিউকেমিয়া

ঘ. অ্যানিমিয়া

২৭. হৃৎপিণ্ডের প্রসারণকে কী বলে?

ক. সিস্টোল খ. ডায়াস্টোল

গ. এক্সপানশন ঘ. কনট্রাকশন

২৮. CO2 সমৃদ্ধ রক্ত কোথায় পরিশোধিত হয়?

ক. হৃৎপিণ্ডে খ. যকৃতে

গ. ফুসফুসে ঘ. বৃক্কে

২৯. ধমনির প্রাচীর কত স্তরবিশিষ্ট?

ক. ১ স্তর খ. ২ স্তর

গ. ৩ স্তর ঘ. ৪ স্তর

৩০. মহাধমনি ও ফুসফুসীয় ধমনির মুখে কী থাকে?

ক. কপাটিকা খ. এপিকার্ডিয়াম

গ. এন্ডোর্ডিয়াম ঘ. মায়োকার্ডিয়াম

৩১. মানুষের রক্তে কত ভাগ LDL থাকে?

ক. ৪৫% খ. ৬০%

গ. ৬৫% ঘ. ৭০%

৩২. পিত্তথলির পাথর মূলত কোনটির জমাট রূপ?

ক. খাদ্যকণা খ. খাদ্যের অজৈব অংশ

গ. কোলেস্টেরল ঘ. অপাচ্য খাদ্য

৩৩. কোলেস্টেরল তৈরি করে—

i. পিত্ত

ii. ভিটামিন

iii. শর্করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৪. ধমনির ক্ষেত্রে—

i. কপাটিকা থাকে না

ii. লুমেন চওড়া

iii. প্রাচীর পুরু

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৫. ভালো কোলেস্টেরল কোনটিকে বলা হয়?

ক. টিডিএল খ. এলডিএল

গ. এমডিএল ঘ. এইচডিএল

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১৯.খ ২০.খ ২১.ক ২২.ক ২৩.ঘ ২৪.গ ২৫.গ ২৬.খ ২৭.খ ২৮.গ ২৯.গ ৩০.ক ৩১.ঘ ৩২.গ ৩৩.ক ৩৪.খ ৩৫.ঘ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

আরও পড়ুন