অধ্যায় ১
৭১. ICT-এর বাংলায় কী বলা হয়?
ক. তথ্যপ্রযুক্তি
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ. তথ্য ও যোগাযোগ
ঘ. যোগাযোগ প্রযুক্তি
৭২. উন্নত যোগাযোগ রক্ষা করার সহজ উপায়—
i. ইন্টারনেট ব্যবহার
ii. মুঠোফোন
iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৩. মুঠোফোনের মাধ্যমে কনফারেন্সের সুবিধা—
i. দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়
ii. একই লোকের সঙ্গে কথা বলা যায়
iii. একসঙ্গে অনেক লোকের সঙ্গে কথা বলা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৪. ফ্যাক্স ব্যবহার করার সুবিধা—
i. দূরবর্তী স্থানে স্বাক্ষরের প্রয়োজন হলে পাঠানো যায়
ii. লিখিত তথ্য পাঠানো যায়
iii. ছবি পাঠানো যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৫. কিসের মাধ্যমে পণ্যসেবার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়?
ক. কি-বোর্ড খ. ইন্টারনেট
গ. কম্পিউটার ঘ. ইন্ট্রানেট
৭৬. কোনো প্রতিষ্ঠান তাদের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য কোন পদ্ধতি ব্যবহার করে?
ক. ইন্টারনেট খ. ইন্ট্রানেট
গ. ই-মেইল ঘ. এক্সানেট
৭৭. নামের ছাড়পত্র বর্তমানে কত সময়ের মধ্যে পাওয়া যায়?
ক. কমপক্ষে ১৫ দিন
খ. কমপক্ষে ৭ দিন
গ. কমপক্ষে ৩ দিন
ঘ. ৩০ মিনিট
৭৮. বর্তমানে কমপক্ষে ৪ দিনে পাওয়া যায় কোনটি?
ক. নামের ছাড়পত্র খ. নিবন্ধন
গ. ই-পর্চা ঘ. ই-পুর্জি
৭৯. ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলতে নিচের কোন যন্ত্রটির প্রয়োজন হয়?
ক. ফ্যাক্স খ. মুঠোফোন
গ. এটিএম ঘ. ব্যাংক
৮০. নাগরিক সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমিকা রাখে—
i. ইন্টারনেট
ii. রেডিও
iii. মুঠোফোন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ৭১.খ ৭২.ঘ ৭৩.খ ৭৪.ঘ ৭৫.খ ৭৬.ক ৭৭.ঘ ৭৮.খ ৭৯.গ ৮০.ঘ
প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা