এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (১০১-১১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৮

১০১. অবচয় ধার্য করার কয়েকটি পদ্ধতি—

i. স্থির কিস্তি পদ্ধতি

ii. মোট মূল্য পদ্ধতি

iii. ক্রমহ্রাসমান পদ্ধতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০২. অবচয় হিসাবভুক্তকরণ পদ্ধতি—

i. অবচয়কে সম্পত্তি থেকে বাদ দিয়ে দেখানো

ii. অবচয়কে সম্পত্তি থেকে বাদ না দিয়ে দেখানো

iii. অবচয়কে সম্পত্তি মূল্যের সাথে যোগ করে দেখানো

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০৩. অবচয় পদ্ধতির প্রয়োগ হয় সাধারণত—

i. দালানকোঠা, আসবাব, কলকবজা

ii. ইজারা সম্পত্তি, পেটেন্ট

iii. সুনাম ও বিনিয়োগ পুনর্মূল্যায়নের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০৪. অবচয়ের অন্যতম বৈশিষ্ট্য—

i. স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি

ii. অ-নগদ লেনদেন

iii. অদৃশ্য লেনদেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০৫. স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় নির্ধারণ করা হয়—

i. মোট ক্রয়মূল্যকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করে

ii. পূর্ববর্তী বছরের অবচয় বাদ দিয়ে

iii. আনুমানিক ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে আয়ুষ্কাল দ্বারা ভাগ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০৬. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ধারিত হয়

i. হিসাবকাল শেষে সম্পত্তির পুনর্মূল্যায়ন করে

ii. পূর্ববর্তী বছরের অবচয় বাদ দিয়ে

iii. শতকরা হারের ভিত্তিতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০৭. অবচয় ধার্যের উদ্দেশ্য—

i. প্রকৃত লাভ–লোকসান নির্ণয়

ii. সম্পত্তির প্রতিস্থাপন

iii. কারবারের প্রকৃত আর্থিক অবস্থা প্রদর্শন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০৮. অবচয় একপ্রকার—

i. অস্পর্শনীয় লেনদেন

ii. অদৃশ্যমান লেনদেন

iii. অনগদ লেনদেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০৯. সুনাম, ট্রেডমার্ক ও রয়্যালিটি—

i. অদৃশ্যমান সম্পত্তি

ii. স্পর্শনীয় সম্পত্তি

iii. অস্পর্শনীয় সম্পত্তি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১০. বিমাপত্র পদ্ধতিতে অবচয় নির্ধারিত হয়—

i. নির্ণীত অবচয়ের টাকা বিমা কোম্পানিতে বিমাপত্র ক্রয় করে

ii. ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে

iii. বিনিয়োগের সুদ যোগ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৮: ১০১.ঘ ১০২.ক ১০৩.ঘ ১০৪.ঘ ১০৫.খ ১০৬.গ ১০৭.ঘ ১০৮.ঘ ১০৯.খ ১১০.ক

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৯১-১০০)