অধ্যায় ১
৪১. হিসাবচক্রের ধাপগুলো পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে কী রক্ষা করে?
ক. সমতা খ. সমন্বয়
গ. ব্যালেন্স ঘ. ধারাবাহিকতা
৪২. পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা হয় কিসের মাধ্যমে?
ক. জাবেদার মাধ্যমে
খ. খতিয়ানের মাধ্যমে
গ. হিসাবচক্রের মাধ্যমে
ঘ. উদ্বৃতপত্রের মাধ্যমে
৪৩. কোনটি অন্য তিনটি হতে ভিন্ন?
ক. সাধারণ সঞ্চিতি খ. নগদ তহবিল
গ. দেনাদার ঘ. প্রাপ্য ভাড়া
৪৪. মুনাফাজাতীয় লেনদেন—
i. স্বল্পমেয়াদি
ii. দীর্ঘমেয়াদি
iii. নিয়মিত সংঘটিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৫. মূলধনজাতীয় লেনদেনকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ৩ ভাগে খ. ৫ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ২ ভাগে
৪৬. মূলধনজাতীয় লেনদেন কোনটি?
ক. কম্পিউটার ক্রয় খ. পণ্য ক্রয়
গ. বেতন প্রদান ঘ. ভাড়া প্রদান
৪৭. কোন দফাটি মূলধনজাতীয় প্রাপ্তি?
ক. বিনিয়োগের সুদ
খ. বাট্টা প্রাপ্তি
গ. কমিশন প্রাপ্তি
ঘ. স্থায়ী সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ
৪৮. পুরাতন যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থ—
ক. মূলধনজাতীয় প্রাপ্তি
খ. মুনাফাজাতীয় প্রাপ্তি
গ. মুনাফাজাতীয় আয়
ঘ. মুনাফাজাতীয় ব্যয়
৪৯. জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় কোন ধরনের লেনদেন?
ক. মুনাফাজাতীয় ব্যয়
খ. মূলধনজাতীয় ব্যয়
গ. বিলম্বিত মুনাফাজাতীয় আয়
ঘ. ব্যবসা পরিচালন
৫০. কোনটি মূলধনজাতীয় প্রাপ্তির অংশ?
ক. মূলধনজাতীয় ব্যয়
খ. মূলধনায়িত ব্যয়
গ. মূলধনজাতীয় আয়
ঘ. মুনাফাজাতীয় আয়
সঠিক উত্তর: ৪১.ঘ ৪২.গ ৪৩.ক ৪৪.খ ৪৫.ঘ ৪৬.ক ৪৭.ঘ ৪৮.ক ৪৯.খ ৫০.গ
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা