সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

২১. সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বর্তমান কোনটির দায়িত্ব গ্রহণ করছে?

ক. পরিবারের

খ. শিক্ষার

গ. ধর্মের

ঘ. অর্থনৈতিক কর্মকাণ্ডের

২২. পারিবারিক বিশৃঙ্খলার ফলে শিশুর আচরণে দেখা দেয়—

i. একাকিত্ববোধ

ii. শৃঙ্খলাবোধ

iii. আত্মকেন্দ্রিক মনোভাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে অন্তরায়

i. পারিবারিক বিশৃঙ্খলা

ii. মা–বাবার বিচ্ছেদ

iii. পরিবারের সদস্যদের সৌহার্দ্যমূলক সম্পর্ক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. পরিবারে বড় ভাই ও বোনদের কাছ থেকে শিশুরা শিখে থাকে—

i. সহযোগিতা ও সহমর্মিতা

ii. শৃঙ্খলাবোধ ও নিয়মনীতি

iii. স্নেহ-ভালোবাসা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. কোনটি শিশুর সুস্থ ব্যক্তিত্ব গঠনের পথে প্রধান অন্তরায়?

ক. সঙ্গদোষ

খ. ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়

গ. অসুখী পরিবার

ঘ. সুখী পরিবার

২৬. কোনটি শিশুর সামাজিকীকরণকে বাধাগ্রস্ত করে?

ক. বাবার অত্যধিক শাসন

খ. ভাইবোনদের সঙ্গে সম্পর্ক

গ. পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক

ঘ. স্নেহ ও ভালোবাসার সম্পর্ক

২৭. পারিবারিক বিশৃঙ্খলা শিশুর আচরণে কীরূপ প্রভাব রাখে?

ক. প্রতিহিংসাপরায়ণ করে

খ. সহযোগিতাপূর্ণ মনোভাব তৈরি করে

গ. শৃঙ্খলাবোধের শিক্ষা দেয়

ঘ. স্নেহ-ভালোবাসার শিক্ষা দেয়

২৮. কে শিশুর ভাষাশিক্ষার প্রথম মাধ্যম?

ক. মা খ. বাবা

গ. আত্মীয়স্বজন ঘ. শিক্ষক

২৯. চাকরিজীবী মা–বাবার শিশুরা কার ওপর নির্ভরশীল?

ক. বাবার খ. মায়ের

গ. দাদার ঘ. গৃহভৃত্যের

৩০. কার কাছ থেকে শিশুর সামাজিকীকরণের প্রথম সূত্রপাত ঘটে?

ক. মা খ. বাবা

গ. ভাইবোন ঘ. খেলার সাথি

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২১.ক ২২.খ ২৩.ক ২৪.ঘ ২৫.গ ২৬.ক ২৭.ক ২৮.ক ২৯.ঘ ৩০.ক

মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)