অধ্যায় ৩
১১. পরিবারের অন্যতম কাজ কোনটি?
ক. অর্থনৈতিক চাহিদা পূরণ
খ. ধর্মীয় শিক্ষা প্রদান
গ. সামাজিক রীতিনীতি শিক্ষাদান
ঘ. বংশরক্ষা ও সামাজিকীকরণ
১২. রহিম বিয়ের পর স্ত্রী ও সন্তান নিয়ে শহরে এসে বসবাস শুরু করেন। এখানে রহিমের পরিবারটি কোন ধরনের পরিবার?
ক. একক পরিবার খ. যৌথ পরিবার
গ. বর্ধিত পরিবার ঘ. দলগত পরিবার
১৩. পরিবারের ভূমিকা রয়েছে—
i. মানবজাতির বিকাশে
ii. সমাজের অগ্রগতি সাধনে
iii. বিশৃঙ্খলা সৃষ্টিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. গ্রামে যৌথ পরিবারে ভাঙন দেখা দেওয়ার কারণ কোনটি?
ক. সামাজিক পরিবর্তন
খ. রাজনৈতিক পরিবর্তন
গ. আর্থিক পরিবর্তন
ঘ. ধর্মীয় পরিবর্তন
১৫. বাংলাদেশের কোথায় একক পরিবারের সংখ্যা বেশি?
ক গ্রামাঞ্চলে খ. উপকূলীয় অঞ্চলে
গ. পার্বত্য অঞ্চলে ঘ. শহরাঞ্চলে
১৬. কোন সমাজে যৌথ পরিবার বেশি দেখা যায়?
ক. শহুরে সমাজে
খ. গ্রামীণ সমাজে
গ. নদীতীরবর্তী সমাজে
ঘ. পাহাড়ি সমাজে
১৭. শহুরে পরিবারগুলো ক্ষুদ্রাকার হয় কেন?
ক. সীমিত আয়ের কারণে
খ. ব্যক্তিস্বাতন্ত্র্যবোধের জন্য
গ. ভোগবাদী মানসিকতার জন্য
ঘ. শিক্ষার প্রসারের ফলে
১৮. গ্রামের অধিকাংশ লোক কিসের ওপর নির্ভরশীল?
ক. ব্যবসা খ. কুটিরশিল্প
গ. কৃষিকাজ ঘ. চাকরি
১৯. কোনটি ভেদে বাংলাদেশের পরিবারে পার্থক্য দেখা যায়?
ক. গ্রাম ও শহরভেদে
খ. গ্রামীণ কাঠামোভেদে
গ. শহরের কাঠামোভেদে
ঘ. ধর্মীয় অনুশাসনভেদে
২০. শহুরে শিক্ষিত পরিবারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে?
ক. স্বামীর হাতে
খ. স্ত্রীর হাতে
গ. স্বামী-স্ত্রী উভয়ের হাতে
ঘ. সবার হাতে
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১১.ঘ ১২.ক ১৩.ক ১৪.ক ১৫.ঘ ১৬.খ ১৭.ক ১৮.গ ১৯.ক ২০.গ
মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা