সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১. শিশুর বেড়ে ওঠার প্রথম সূতিকাগার কোনটি?

ক. পরিবার খ. ধর্মীয় প্রতিষ্ঠান

গ. শিক্ষাপ্রতিষ্ঠান ঘ. খেলার সঙ্গী

২. বর্তমানে কেন পরিবারের ধর্মবিষয়ক ভূমিকা দুর্বল হয়ে পড়ছে?

ক. মা–বাবা সচেতন নন বলে

খ. শিশুর আগ্রহের কারণে

গ. সময়ের পরিবর্তনে

ঘ. ধর্ম বিষয়ে অজ্ঞতার কারণে

৩. কোন প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে গভীর সম্পর্ক থাকে?

ক. ধর্মীয় প্রতিষ্ঠান

খ. শিক্ষাপ্রতিষ্ঠান

গ. স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান

ঘ. পারিবারিক প্রতিষ্ঠান

৪. কোনটি সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংগঠন?

ক. পরিবার খ. গোষ্ঠী

গ. সম্প্রদায় ঘ. সংঘ

৫. কোথায় স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা ও আবেগীয় সম্পর্ক বিদ্যমান?

ক. ধর্মীয় উপাসনালয়ে

খ. সংঘে

গ. সমিতিতে

ঘ. পরিবারে

৬. কোনটি চিরস্থায়ী সামাজিক সংগঠন?

ক. বিশ্ববিদ্যালয়

খ. রাজনৈতিক সংগঠন

গ. ধর্মীয় উপাসনালয়

ঘ. পরিবার

৭. মানবজাতির বিকাশ লাভ ঘটেছে কীভাবে?

ক. পরিবারের মাধ্যমে

খ. প্রশিক্ষণের মাধ্যমে

গ. শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে

ঘ. জ্ঞান-বিজ্ঞানের মাধ্যমে

৮. পরিবার কীভাবে সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখে?

ক. অর্থনৈতিক চাহিদা পূরণের মাধ্যমে

খ. সামাজিক রীতিনীতি পালনের মাধ্যমে

গ. মানবজাতির বিকাশের মাধ্যমে

ঘ. ধর্মীয় রীতিনীতি পালনের মাধ্যমে

৯. বিয়ে, আত্মীয়তা অথবা মা–বাবার সূত্রের বন্ধনে কোন সামাজিক প্রতিষ্ঠানটি গড়ে ওঠে?

ক. ধর্মীয় প্রতিষ্ঠান

খ. শিক্ষাপ্রতিষ্ঠান

গ. অর্থনৈতিক প্রতিষ্ঠান

ঘ. পারিবারিক প্রতিষ্ঠান

১০. কোনটি সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে নানা রকম দায়িত্ব পালন করে থাকে?

ক. বিদ্যালয় খ. সংঘ

গ. ধর্ম ঘ. পরিবার

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১.ক ২.গ ৩.ঘ ৪.ক ৫.ঘ ৬.ঘ ৭.ক ৮.গ ৯.ঘ ১০.ঘ

মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা