রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষাবৃত্তি

বৃত্তির তথ্য:

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ২০২২–২৩ অর্থবছরে ‘শিক্ষাবৃত্তি-২০২৩’ প্রদান করবে। কলেজ/বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক/সমমান, স্নাতক/সমমান ও স্নাতকোত্তর/সমমান পর্যায়ে অধ্যয়নরত রাঙামাটি পার্বত্য জেলায় স্থায়ীভাবে বসবাসকারী ছাত্রছাত্রীরা ‘শুধু অনলাইনে’ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট rhdc.gov.bd-এ দেওয়া আবেদন ফরমটি যথাযথভাবে পূরণপূর্বক নিচের সনদসমূহের মূল কপি স্ক্যান করে নির্ধারিত সাইজে আপলোড করে আবেদন করতে হবে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষাবৃত্তি.pdf

শর্তাবলি:

১. জেলা প্রশাসক/সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার সনদপত্র।

২. উপজেলা চেয়ারম্যান/পৌর মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত পিতা/আইনানুগ অভিভাবকের বাত্সরিক আয়ের হালসনদ, পিতা/আইনানুগ অভিভাবক চাকরিজীবী হলে চাকরিরত প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত বাত্সরিক আয়ের সনদ।

৩. শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নের স্বপক্ষে প্রতিষ্ঠানপ্রধান/বিভাগীয় প্রধানের হালসনদ প্রত্যয়নপত্র।

৪. সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।

৫. আবেদনকারীর সব সনদপত্রের সাইজ (প্রস্থ ৭৫০ × দৈর্ঘ্য ১০০০) পিক্সেল হতে হবে।

৬. আবেদনকারীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ০১ (এক) সাইজ (প্রস্থ ৩০০ × দৈর্ঘ্য ৩০০) পিক্সেল এবং স্বাক্ষর সাইজ (প্রস্থ ১৫০ × দৈর্ঘ্য ৮০) পিক্সেল হতে হবে।

৭. ক্রমিক নং ০১ থেকে ০৫ পর্যন্ত বর্ণিত কাগজপত্রসমূহ পিডিএফ আকারে স্ক্যান করে আপলোড করতে হবে এবং ক্রমিক নং-৬–এর ডকুমেন্ট jpeg আকারে আপলোড করতে হবে।

৮. আবেদন করার ক্ষেত্রে দাখিলকৃত মুঠোফোন নম্বরটি অবশ্যই রকেট হতে হবে। একাধিক মুঠোফোন নম্বর গ্রহণযোগ্য নয়।

৯. অনলাইন ব্যতীত সরাসরি বা ডাকযোগে শিক্ষাবৃত্তির আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের সময়সীমা: আগামী ০১/০২/২০২৩ রাত ১২.০০টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: rhdc.gov.bd

আরও পড়ুন