বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০) : সিরাজউদ্দৌলা | বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

সিরাজউদ্দৌলা

৫১. নবাব সিরাজউদ্দৌলার মুর্শিদাবাদে পালিয়ে আসার কারণ কী?

ক. প্রাণের ভয়ে

খ. গুপ্তচরের পরামর্শে

গ. যুদ্ধের কৌশল আঁটতে

ঘ. রাজ্যের স্বাধীনতা রক্ষায়

৫২. সিরাজউদ্দৌলা কোথায় বন্দী হয়েছিলেন?

ক. আলীনগরে খ. কলকাতায়

গ. পলাশীতে ঘ. ভগবানগোলায়

৫৩. ‘সিরাজউদ্দৌলা এখন কয়েদি, ওয়ার ক্রিমিনাল’—উক্তিটি কার?

ক. মীরজাফরের খ. লর্ড ক্লাইভের

গ. মিরনের ঘ. ওয়াটসের

৫৪. নিচের কে কৃতঘ্ন?

ক. মোহাম্মদী বেগ খ. মোহনলাল

গ. উমিচাঁদ ঘ. মানিকচাঁদ

৫৫. নবাব সিরাজউদ্দৌলার মুখের শেষ বাক্যটি কী?

ক. বাংলার মানুষ তোমাদের ক্ষমা করবে না

খ. এটা তোমরা অনেক বড় ভুল করলে

গ. লা ইলাহা ইল্লাল্লাহু

ঘ. লুৎফুন্নেসা তুমি ভালো থেকো

আরও পড়ুন

৫৬. নাটকের যথার্থ পরিবেশনার স্থান কোনটি?

ক. টেলিভিশন খ. রেডিও

গ. মঞ্চ ঘ. প্রান্তর

৫৭. প্রাচীন গ্রিক ট্র্যাজেডিতে কোনটির বিশেষ ভূমিকা রয়েছে?

ক. রাজপুরুষের খ. দেবতার

গ. প্রতিহিংসার ঘ. নিয়তির

৫৮. কোন ইংরেজ নাট্যকার গ্রিক ট্র্যাজেডির এক ভিন্ন আদর্শ প্রতিষ্ঠা করেন?

ক. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ

খ. উইলিয়াম শেক্​সপিয়ার

গ. উইলিয়াম রাকসাম

ঘ. উইলিয়াম বি মাইলাম

৫৯. বাংলা সাহিত্যে প্রথম সার্থক বাংলা নাটক কোনটি?

ক. অভিজ্ঞান শকুন্তলম

খ. শর্মিষ্ঠা

গ. কুলীনকুলসর্বস্ব

ঘ. রত্নাবলী

৬০. ‘শর্মিষ্ঠা’ নাটকের রচয়িতা কে?

ক. নন্দনকুমার রায়

খ. রামনারায়ণ তর্করত্ন

গ. রাজা ঈশ্বরচন্দ্র সিংহ

ঘ. মাইকেল মধুসূদন দত্ত

সঠিক উত্তর

সিরাজউদ্দৌলা: ৫১.গ ৫২.ঘ ৫৩.খ ৫৪.ক ৫৫.গ ৫৬.গ ৫৭.ঘ ৫৮.খ ৫৯.খ ৬০.ঘ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন