এইচএসসি ২০২৩ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১১-১২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১১১. বিভিন্ন দূরত্বে অবস্থান করেও একই সঙ্গে দলবদ্ধভাবে সভা বা সেমিনারে অংশ নেওয়ার প্রযুক্তিকে বলা হয়—

i. ভিডিও কনফারেন্স

ii. টেলিকনফারেন্স

iii. ই-কমার্স

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১২. ই-মেইল সার্ভিস ব্যবহার করার জন্য প্রয়োজন—

i. কম্পিউটার ii. রেডিও

iii. ই-মেইল ঠিকানা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১৩. আউটসোর্সিংয়ের মার্কেট প্লেস কোনটি?

ক. ফেসবুক খ. টুইটার

গ. আপওয়ার্ক ঘ. মাইস্পেস

১১৪. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি কর্মসংস্থান সৃষ্টি করে—

i. আউটসোর্সিংয়ের মাধ্যমে

ii. চাকরির সুযোগের মাধ্যমে

iii. উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১৫. শিক্ষকেরা তাঁদের পাঠদানকে আরও সমৃদ্ধ করতে পারেন—

i. ইন্টারনেট থেকে আধুনিক তথ্য সংগ্রহের মাধ্যমে

ii. ধারণকৃত ছবি বা ভিডিও চিত্রের মাধ্যমে

iii. মাল্টিমিডিয়ার মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১৬. দূরশিক্ষণ শিক্ষাব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীরা—

i. বাড়ির কাজ ইন্টারনেটের সহায়তায় জমা দিতে পারবে

ii. বিভিন্ন রকম অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে

iii. শিক্ষকের লেকচার নোটগুলো ওয়েবসাইটে দেখতে পারবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১৭. আমাদের দেশে প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি নতুন শিক্ষাব্যবস্থা হচ্ছে—

i. ওয়েবভিত্তিক

ii. ইন্টারনেটভিত্তিক

iii. মাল্টিমিডিয়াভিত্তিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১৮. আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের তথ্য কোথায় সংরক্ষণ করে?

ক. মুঠোফোনে

খ. রেজিস্ট্রারে

গ. ইন্টারনেটের স্বাস্থ্য ডেটাবেজে

ঘ. ই-বুকে

১১৯. টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক—

i. বিশেষজ্ঞ চিকিৎসক

ii. রোগ নির্ণয়কেন্দ্র

iii. বিশেষায়িত নেটওয়ার্ক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২০. বর্তমানে গবেষণাকর্ম আরও দ্রুত ও সমৃদ্ধ হচ্ছে—

i. বিভিন্ন দেশের গবেষণালব্ধ ফলাফল ইন্টারনেটের মাধ্যমে জানার ফলে

ii. বিভিন্ন গবেষণায় প্রাপ্ত তথ্যগুলো অতি দ্রুত এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ার মাধ্যমে

iii. কর্মপরিবেশ উন্নত হওয়ার ফলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১০.ক ১১১.ক ১১২.খ ১১৩.গ ১১৪.ঘ ১১৫.ঘ ১১৬.ঘ ১১৭.ঘ ১১৮.গ ১১৯.খ ১২০.ক

এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা